কূটনৈতিক ভাবে পাকিস্তানকে আরও কোণঠাসা করতে রাজনৈতিক একতাকেই অস্ত্র করছে ভারত। পহেলগাঁওয়ের জঙ্গি হামলা, সীমান্তপারের সন্ত্রাসে পাকিস্তানের মদত দেওয়া ইত্যাদি বিষয় বিশ্বের সামনে তুলে ধরতে সাংসদদের বিভিন্ন দেশে পাঠাচ্ছে কেন্দ্রের এনডিএ সরকার। সরকারের তরফে অবশ্য এই বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কিছু বলা হয়নি। তবে একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে সরকারি সূত্রকে উদ্ধৃত করে বিষয়টির উল্লেখ করা হয়েছে।
ওই সূত্র অনুযায়ী, বিভিন্ন দলের সাংসদদের নিয়ে একাধিক প্রতিনিধিদল গঠন করা হচ্ছে। প্রতিটি দলে পাঁচ থেকে ছ’জন সাংসদ থাকবেন। প্রতিনিধিদলে শাসক-বিরোধী উভয় পক্ষের সাংসদেরা থাকলেও নেতৃত্বে থাকতে পারেন এনডিএ সাংসদেরাই। এই প্রতিনিধিদলগুলির কোনওটি যাবে ব্রিটেনে, কোনওটি আবার আমেরিকায়।
আরও পড়ুন:
প্রতিবেদনে উল্লিখিত সূত্র অনুসারে, ইতিমধ্যেই সাংসদদের কাছে আমন্ত্রণপত্র চলে গিয়েছে। গোটা বিষয়টি দেখভালের দায়িত্বে রয়েছেন সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু।
সব দলের সাংসদদের নিয়ে গঠিত প্রতিনিধিদলকে বিভিন্ন দেশে পাঠিয়ে নয়াদিল্লি একাধিক বার্তা দিতে চাইছে বলে মনে করা হচ্ছে। এক দিকে যেমন ভারত গোটা বিশ্বকে বোঝাতে চাইছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে রাজনৈতিক মত নির্বিশেষে গোটা দেশ এককাট্টা, তেমনই ‘অপারেশন সিঁদুর’-এর পর পাকিস্তানের প্ররোচনামূলক আচরণও সর্বসমক্ষে তুলে ধরতে চাইছে নয়াদিল্লি।