Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Technology

জ্বালানি বাঁচাতে এ বারে বিমানবন্দরে অত্যাধুনিক ট্যাক্সিবট

জ্বালানি বাঁচানো ছাড়াও এই প্রযুক্তি বিমানের দুর্ঘটনা এড়াতে আর বাড়তি কার্বন মনোক্সাইড নির্গমনের ক্ষেত্রেও লাগাম টানবে।

ছবি সৌজন্য: টুইটার

ছবি সৌজন্য: টুইটার

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩১ মে ২০১৯ ১৪:৪৮
Share: Save:

জ্বালানি কী ভাবে বাঁচানো যায়, সেই বিষয়ে ভাবনাচিন্তা চলছিল বহু দিন ধরেই। এ বার সেই লক্ষ্যে পদক্ষেপ করলেন দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ। মঙ্গলবার থেকে রানওয়েতে নামল অত্যাধুনিক ট্যাক্সিবট। এই ট্যাক্সি দৈনিক ২১৩ লিটার বিমানের জ্বালানি বাঁচাবে বলে দাবি করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। এই অত্যাধুনিক প্রযুক্তির যান দেশের মধ্যে এই বিমানবন্দরেই প্রথম বলেও জানা গিয়েছে।

কী ভাবে কাজ করবে এই ট্যাক্সিবট?

ট্যাক্সিবট মূলত একটি অর্ধ-স্বয়ংক্রিয় যান, যার কাজ বিমানকে পার্কিং অঞ্চল থেকে রানওয়ে পর্যন্ত নিয়ে যাওয়া। এই ট্যাক্সিবট অনেকটা টো ট্রাকের মতো, যার সঙ্গে যুক্ত থাকবে বিমানের সামনের অংশ। বিমানকে টেনে নিয়ে যাওয়ার দরুন বিমানের ইঞ্জিন চালু করতে হবে না। ফলে বাঁচবে জ্বালানি। জ্বালানি বাঁচানো ছাড়াও এই প্রযুক্তি বিমানের দুর্ঘটনা এড়াতে আর বাড়তি কার্বন মনোক্সাইড নির্গমনের ক্ষেত্রেও লাগাম টানবে।

দিল্লি বিমানবন্দরের এক আধিকারিকের কথায়, “আপাতত আমাদের কাছে দু’টি ট্যাক্সিবট পুরোদমে কাজ করছে। আগামী চার বছরের মধ্যে আমরা সেই সংখ্যাটা ১৫-তে নিয়ে যাব।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Taxibot Technology Delhi airport Tech
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE