দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
ভারত-সহ বিভিন্ন দেশের উপর শুল্ক চাপিয়ে দিয়েছে আমেরিকা। ১ অগস্ট থেকে কার্যকর হয়ে গিয়েছে ট্রাম্পের নয়া শুল্কনীতি। এশিয়ার বেশ কিছু দেশের তুলনায় ভারতের উপর বেশি শুল্ক চাপিয়েছে ট্রাম্পের প্রশাসন। তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে দেশের অন্দরেই। কংগ্রেস-সহ বিরোধী দলগুলি মোদী সরকারের কূটনীতি নিয়ে প্রশ্ন তুলেছে। উদ্বিগ্ন দেশের বণিক মহলও। যদিও কেন্দ্র আশ্বস্ত করেছে দেশের স্বার্থ রক্ষা করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ করা হবে। এ অবস্থায় ভারত-আমেরিকা কূটনীতি এবং বিশ্ব বাণিজ্যের দিকে নজর থাকবে আজ।
জমে গিয়েছে ওভাল টেস্ট। প্রথম ইনিংসে ব্যর্থ ভারতীয় ব্যাটিং। করুণ নায়ারের ৫৭ ছাড়া বলার মতো রান কারও নেই। দ্বিতীয় দিন সকালে ২৭ মিনিটে ৪ উইকেট হারিয়ে শুভমন গিলের ভারতের ইনিংস শেষ হয়ে গিয়েছে ২২৪রানে। জবাবে ঝড়ের গতিতে শুরু করেছিল ইংল্যান্ড। প্রথম উইকেটে ১২ ওভারে ৯০-এর উপর রান তুলে ফেলে তারা। কিন্তু বেন ডাকেট আউট হতেই পর পর উইকেট হারায় তারা। ৪টে করে উইকেট নিয়ে ভারতকে ম্যাচে ফিরিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ ও মহম্মদ সিরাজ। দিনের শেষে ৫২ রানে এগিয়ে ভারত, হাতে ৮ উইকেট। আজ তৃতীয় দিনের খেলা। বিকেল ৩:৩০ থেকে খেলা শুরু। দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
আজ নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। ঘটনাচক্রে, পারস্পরিক শুল্ক নিয়ে ভারত-আমেরিকা টানাপড়েনের মাঝেই বারাণসী সফরে যাচ্ছেন তিনি। সে ক্ষেত্রে এই সফরকালে ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি এবং দ্বিপাক্ষিক শুল্ক নিয়ে কোনও বার্তা প্রধানমন্ত্রী মোদীর বক্তৃতায় উঠে আসে কি না, সে দিকে নজর থাকবে আজ।
আজ দঙ্গিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেখানে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে। আজ থেকে সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বর্ষণ হতে পারে উত্তরবঙ্গের পাহাড় ঘেঁষা জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। আগামী সোমবার পর্যন্ত সেখানে কমলা সতর্কতা জারি রয়েছে।
আজ থেকে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি শুরু হবে। শুক্রবার গোটা বিষয়টি নিয়ে নবান্নে সমস্ত জেলাশাসককে সঙ্গে নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবপং মুখ্যসচিব মনোজ পন্থ। সেখানেই জেলাশাসকদের নতুন এই কর্মসূচি নিয়ে একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের ৮০ হাজার বুথের বাসিন্দাদের একেবারে ছোটখাটো সমস্যার সমাধান করা হবে দ্রুত। সেই কারণেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, আগামী বছরের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই এই কর্মসূচি।
এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের পাশাপাশি বাংলাভাষীদের উপর বিজেপিশাসিত রাজ্যে আক্রমণের ঘটনার প্রতিবাদ জানিয়ে পথে নামছে যুব কংগ্রেস। আজ রাজভবন অভিযান করবে তারা। সুবোধ মল্লিক স্কোয়্যার থেকে মিছিল করে রাজভবনের দিকে যাবে মিছিল। রাজভবনের সামনে সেই মিছিল আটকে দেওয়া হতে পারে। কারণ, পুলিশ রাজভবনের বাইরে কোনও রাজনৈতিক দলকে জমায়েতের অনুমতি দেয় না। এই খবরে নজর থাকবে।