দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
আজ থেকে শুরু হচ্ছে জিএসটি কাউন্সিলের দু’দিনের বৈঠক। পণ্য ও পরিষেবা করের কাঠামোয় সংস্কারের জন্য উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, আগামী দীপাবলির মধ্যে দেশবাসীকে নতুন প্রজন্মের জিএসটি ব্যবস্থা উপহার দেবেন। ব্যক্তিগত জীবনবিমা এবং স্বাস্থ্যবিমা থেকে পণ্য ও পরিষেবা কর প্রত্যাহারের পথে এগোতে শুরু করেছে কেন্দ্র। বস্তুত, বিমার উপর থেকে জিএসটি প্রত্যাহারের দাবিতে বছরখানেক আগেই সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ অবস্থায় বুধ এবং বৃহস্পতিবার দিল্লিতে বৈঠকে বসছে জিএসটি কাউন্সিল। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।
ইউএস ওপেন টেনিসে আজ নির্ধারিত হবে চার সেমিফাইনালিস্ট। পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে খেলবেন শীর্ষ বাছাই ইয়ানিক সিনার। তাঁর সামনে দশম বাছাই লরেঞ্জো মুসেত্তি। অন্য কোয়ার্টার ফাইনালে মুখোমুখি অষ্টম বাছাই অ্যালেক্স ডিমিনাউর ও ২৫ নম্বর বাছাই ফেলিক্স অগার আলিয়াসিমে। মহিলাদের সিঙ্গলসে দ্বিতীয় বাছাই ইগা সিয়নটেক খেলবেন অষ্টম বাছাই আমান্ডা আনিসিমোভার বিরুদ্ধে। অন্য ম্যাচে লড়াই ১১ নম্বর ক্যারোলিনা মুচোভা ও ২৩ নম্বর নেয়োমি ওসাকার। খেলা শুরু রাত ৮:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
এশিয়া কাপ হকিতে আজ থেকে শুরু হচ্ছে সুপার ফোর পর্ব। প্রথম ম্যাচে ভারতের সামনে দক্ষিণ কোরিয়া। গ্রুপ পর্বে সব ম্যাচ জিতে শীর্ষ স্থানে শেষ করেছে হরমনপ্রীত সিংহের ভারত। তিনটি ম্যাচে মোট ২২ গোল দিয়েছে তারা। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ম্যাচ সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।
দমদম এবং শহিদ ক্ষুদিরামের (ব্লু লাইন) মধ্যে রাত্রিকালীন শেষ পরিষেবা পুরোপুরি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো। যাত্রী চাহিদার কথা মাথায় রেখে এক বছর আগে এই পরিষেবা চালু করেছিলেন মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু আজ থেকে আর সেই পরিষেবা পাবেন না যাত্রীরা। কলকাতার অনেক যাত্রীই মেট্রোর এই বিশেষ পরিষেবার উপর নির্ভরশীল ছিলেন। তবে আজ থেকে পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়বেন অনেকে, আশঙ্কা তেমনই। আজ সেই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। আগামী ২৪ ঘণ্টায় তা আরও সুস্পষ্ট হবে। আজ কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সে জন্য জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে জেলার সব জায়গায় হবে না। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলার কিছু জায়গায় হতে পারে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টি। আজ উত্তরবঙ্গের আট জেলাতেই বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সে জন্য জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে জেলার সব জায়গায় হবে না।