Advertisement
E-Paper

‘ব্রিক্‌স’-এ ন’টি দেশের সঙ্গে মোদীর কী আলোচনা।। খুলছে কসবার আইন কলেজ।। হিমাচলে উদ্ধারকাজ

ব্রাজ়িলে ব্রিক্‌স সম্মেলনে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু’দিনের এই সম্মেলনে রয়েছেন আন্তর্জাতিক জোটটির ১০ সদস্য দেশের প্রতিনিধি। তবে অন্যতম প্রধান সদস্য চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এই সম্মেলনে যোগ দেননি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৫ ০৭:৫৪

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ব্রাজ়িলে ব্রিক্‌স সম্মেলনে প্রধানমন্ত্রী, ৯ দেশের সঙ্গে আলোচনা, নেই জিনপিং

ব্রাজ়িলে ব্রিক্‌স সম্মেলনে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু’দিনের এই সম্মেলনে রয়েছেন আন্তর্জাতিক জোটটির ১০ সদস্য দেশের প্রতিনিধি। তবে অন্যতম প্রধান সদস্য চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এই সম্মেলনে যোগ দেননি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ব্রিক্‌স সম্মেলনে সশরীরে যোগ দেননি। তিনি ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে সম্মেলনে থাকছেন। ব্রাজ়িলের রিও ডি জেনেইরো শহরে এই সম্মেলন চলছে। গত ১২ বছরে এই প্রথম জিনপিং ব্রিক্‌স সম্মেলনে থাকছেন না। চিনের তরফে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী লি কিয়াং। ২০০৯ সালে ব্রিক‌্‌স গঠিত হয়েছিল। ব্রাজ়িল, চিন, রাশিয়া, ভারত এবং দক্ষিণ আফ্রিকা এর প্রাথমিক সদস্য দেশ। এ ছাড়াও পরে বেশ কিছু দেশ এই আন্তর্জাতিক জোটে যোগ দিয়েছে। তাদের মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি, ইরান, ইথিওপিয়া, মিশর এবং ইন্দোনেশিয়া। সাম্প্রতিক প্রেক্ষাপটে ব্রিক্‌স সম্মেলনে কোন কোন বিষয় প্রাধান্য পায়, সে দিকে নজর থাকবে।

ধর্ষণকাণ্ডের পর অবশেষে খুলছে কসবার আইন কলেজ

কসবার সাউথ ক্যালকাটা ল কলেজ আজ থেকে খুলে যাচ্ছে। এই কলেজের পঠনপাঠন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। যা নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও অসন্তোষ প্রকাশ করেছিলেন। কেন কলেজের পঠনপাঠন বন্ধ করা হয়েছে, প্রশ্ন তুলেছিলেন তিনি। বিতর্কের মাঝে আজ থেকে কলেজ খুলে দিচ্ছেন কর্তৃপক্ষ। এই কলেজের ক্যাম্পাসের ভিতরে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গ্রেফতার হয়েছেন চার জন। তাঁদের মধ্যে রয়েছেন মূল অভিযুক্ত, যিনি ওই কলেজের প্রাক্তনী তথা অস্থায়ী কর্মী। এ ছাড়া, দু’জন বর্তমান ছাত্র এবং কলেজের নিরাপত্তারক্ষীকেও গ্রেফতার করেছে পুলিশ। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্ত করছে।

হিমাচলে হড়পা বানে মৃতের সংখ্যা বাড়ছে, দুর্যোগ কি চলবে

হিমাচলে হড়পা বান ও ধসে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। গত ২০ জুন থেকে এখনও পর্যন্ত সে রাজ্যে ৭৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মন্ডী। সেখানে এখনও ধ্বংসস্তূপে আটকে অন্তত ৩০ জন। তাঁদের উদ্ধারে শনিবার থেকে আরও তৎপর হয়েছে জাতীয় এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ এবং সেনা। কিন্তু দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। আরও দুর্যোগের পূর্বাভাস থাকায় কী ভাবে উদ্ধারের কাজ চলবে সেদিকে নজর থাকবে।

গরমে হাঁসফাঁস ইউরোপ, গৃহহীনদের জন্য শিবির

গত সপ্তাহ জুড়ে তাপপ্রবাহের কারণে হাঁসফাঁস অবস্থা ইউরোপের বড় অংশের নাগরিকদের। কাজকর্মে তার প্রভাব পড়েছে। দিনের বেলায় মহাদেশের বেশির ভাগ অংশে কাজে যেতে পারছেন না নাগরিকেরা। বাধ্য হয়ে বাড়িতেই কাটাচ্ছেন। অসুস্থ হয়ে পড়েছেন বহু মানুষ। চেক প্রজাতন্ত্রের নদীতে ভেসে উঠছে মরা মাছ। জার্মানির অফিসগুলিতে পাখা লাগানোর ব্যবস্থা করা হয়েছে। কোনও কোনও দেশে দিনের বেলা গৃহহীনদের থাকার জন্য তৈরি করা হয়েছে আশ্রয় শিবির। প্রভাব পড়ছে পর্যটন শিল্পেও।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

উইম্বলডনের প্রি-কোয়ার্টার, খেলবেন জোকোভিচ, সিনার

আজ উইম্বলডনের প্রি-কোয়ার্টার ফাইনালে নামছেন শীর্ষ বাছাই জানিক সিনার ও ষষ্ঠ বাছাই নোভাক জোকোভিচ। সিনারকে খেলতে হবে ১৯তম বাছাই গ্রিগর দিমিত্রভের সঙ্গে। জোকোভিচের সামনে একাদশ বাছাই অ্যালেক্স ডিমিনাউর। মহিলাদের প্রি-কোয়ার্টারে অষ্টম বাছাই ইগা সিয়নটেক। খেলা বিকেল ৩:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

আবার তৈরি হয়েছে নিম্নচাপ, রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর আবার তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। তার জেরে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে গোটা রাজ্যে। আজ দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা কম। তবে জেলার কিছু জায়গায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। নিম্নচাপের কারণে উত্তাল থাকতে পারে সমুদ্র। আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।

সিরিজ়ে সমতা ফিরিয়েছে ভারত, শুভমন-আকাশদীপদের খবর

এজবাস্টনে দ্বিতীয় টেস্টে জিতে সিরিজ়ে সমতা ফিরিয়েছে ভারত। শেষ দিন বৃষ্টির জন্য দেড় ঘণ্টারও বেশি সময় পরে খেলা শুরু হয়েছে। তবু বাংলার আকাশদীপের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি ইংরেজ ব্যাটারেরা। তৃতীয় টেস্টের আগে আত্মবিশ্বাসী ভারতীয় দলের সব খবর।

আজ আবার নামছে ১৪ বছরের বৈভব, ছোটদের এক দিনের ম্যাচ

স্বপ্নের ফর্মে বৈভব সূর্যবংশী। আজ আবার নামছে ১৪ বছরের কিশোর। ইংল্যান্ডের অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে ভারতের ছোটদের শেষ এক দিনের ম্যাচ আজ। আগের চারটি ম্যাচের তিনটিতে জিতে সিরিজ় পকেটে পুরে নিয়েছে ভারত। পঞ্চম ম্যাচ শুরু বিকেল ৩:৩০ থেকে।

News of the Day BRICS summit Kasba Rape Case India vs England 2025 Wimbledon 2025 Vaibhav Suryavanshi himachal pradesh Europe
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy