Advertisement
E-Paper

মোদী-স্টার্মার বৈঠক। মহিলাদের বিশ্বকাপে ভারতের সামনে দক্ষিণ আফ্রিকা। ত্রিপুরায় তৃণমূল। আর কী

আজ মুম্বইয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। ওই বৈঠকের পরে মুম্বইয়ে মোদীর সঙ্গে একটি আলোচনাচক্রেও যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৫ ০৭:৫৯

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

আজ মুম্বইয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। ওই বৈঠকের পরে মুম্বইয়ে মোদীর সঙ্গে একটি আলোচনাচক্রেও যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। সেখানে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত বিশেষজ্ঞ এবং উদ্যোগপতিদের সঙ্গে আলাপচারিতায় যোগ দিতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বুধবারই দু’দিনের ভারত সফরে এসেছেন তিনি। ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম বার ভারতে এলেন স্টার্মার। আজ সেই বৈঠক সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

বিশেষ নিবিড় সমীক্ষা শুরুর আগে আজ নির্বাচন কমিশনের প্রতিনিধিদলের রাজ্য সফরের দ্বিতীয় দিন। বুধবার তারা জেলা নির্বাচনী আধিকারিক এবং রাজারহাট গোপালপুর এবং রাজারহাট নিউ টাউন বিধানসভা এলাকার বিএলও-সহ নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করে। আজ পূর্ব মেদিনীপুর যাবে কমিশনের প্রতিনিধিদল। সেখানেও এসআইআরের সঙ্গে যুক্ত আধিকারিকদের সঙ্গে বৈঠক করবে। আজ নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে।

এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপকের নাম ঘোষণা হবে আজ। গত বছর সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পান দক্ষিণ কোরিয়ার হান কান। এ বছরে ইতিমধ্যে চিকিৎসাশাস্ত্র, পদার্থবিদ্যা এবং রসায়নে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়ে গিয়েছে। এ বার সাহিত্যে কে নোবেলজয়ী হন, সে দিকে নজর থাকবে আজ।

গত সপ্তাহের শেষের দিকে নাগাড়ে বৃষ্টিতে দার্জিলিঙের পাহাড়ি এলাকায় বিভিন্ন জায়গায় ধস নেমেছিল। ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন রাস্তা। জলে ভেসেছে ডুয়ার্সের বিস্তীর্ণ অঞ্চলও। দুর্যোগের ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে পুরনো ছন্দে ফেরার চেষ্টা করছে উত্তরবঙ্গ। দুর্গতদের পাশে দাঁড়াতে বিভিন্ন পদক্ষেপও করেছে প্রশাসন। উদ্ধার এবং ত্রাণ সরবরাহের অভিযান চলছে উত্তরের জেলাগুলিতে। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।

আইএফএ শিল্ডে প্রথম ম্যাচ খেলতে নামছে মোহনবাগান। প্রতিপক্ষ গোকুলম কেরল এফসি। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ থেকে বাতিল হওয়ায় এমনিতেই দল এবং ফুটবলারদের উপরে রেগে আছেন সমর্থকেরা। গোকুলমকে হারিয়ে তাদের মুখে হাসি ফোটাতে চাইবে হোসে মোলিনার দল। দুপুর ৩টে থেকে ম্যাচ, কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। দেখা যাবে এসএসইএন অ্যাপে।

দুর্যোগের সম্ভাবনা কেটেছে। তবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ— দুই বঙ্গেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে বিক্ষিপ্ত ভাবে। দক্ষিণেও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও নদিয়ায় ঝড়বৃষ্টির হলুদ সতকর্তা জারি করা হয়েছে। আরব সাগরের উপরে তৈরি হওয়া নিম্নচাপ, পশ্চিমি ঝঞ্ঝার কারণে বর্ষা বিদায়ের প্রক্রিয়া থমকে গিয়েছিল পশ্চিম ভারতে। এখন সেই প্রক্রিয়াই আবার শুরু হতে চলেছে।

এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে গ্রুপে সবার নীচে রয়েছে ভারত। বৃহস্পতিবার সিঙ্গাপুরের বিরুদ্ধে বিপক্ষের মাঠে নামছে ভারত। এশিয়ান কাপে উঠতে গেলে এই ম্যাচে জিততেই হবে ভারতকে। খালিদ জামিলের দল পারবে জিততে? বিকেল ৫টা থেকে শুরু খেলা। দেখা যাবে ফ্যানকোড অ্যাপে।

শ্রীলঙ্কা এবং পাকিস্তানকে হারিয়ে মহিলাদের বিশ্বকাপে শুরুটা খুবই ভাল করেছে ভারত। বৃহস্পতিবার বিশাখাপত্তনমে তাদের সামনে দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে খারাপ খেললেও আগের ম্যাচে দাপটের সঙ্গে নিউ জ়িল্যান্ডকে হারিয়েছে প্রোটিয়ারা। হরমনপ্রীত কৌররা পারবেন জয়ের হ্যাটট্রিক করতে? দুপুর ৩টে থেকে শুরু খেলা। দেখা যাবে স্টার স্পোর্টস ১ ও জিয়োহটস্টার অ্যাপে।

শুক্রবার থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ়‌ দ্বিতীয় টেস্ট। রাজধানীতে জিতে অধিনায়ক হিসাবে প্রথম সিরিজ় জয়ের সুযোগ রয়েছে শুভমন গিলের কাছে। কেমন চলছে প্রস্তুতি? থাকবে সব খবর।

আজ ত্রিপুরায় তৃণমূলের প্রতিনিধিদলের দ্বিতীয় দিন। দলের দফতরে হামলা নিয়ে অভিযোগ জানাতে তৃণমূল ত্রিপুরার রাজ্যপালের সাক্ষাতের সময় চেয়েছে। বুধবার রাত পর্যন্ত এ বিষয়ে রাজভবন থেকে কিছু জানানো হয়নি তৃণমূলকে। শেষ পর্যন্ত কী হয় সেই খবরে নজর থাকবে।

News of the Day Keir Starmer Mumbai ICC Women\'s ODI World Cup 2025 North Bengal Weather Mamata Banerjee TMC India vs West Indies 2025
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy