Advertisement
E-Paper

উপরাষ্ট্রপতি নির্বাচন। উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা। অশান্ত নেপাল। আবহাওয়া। আর কী কী নজরে

আজ উপরাষ্ট্রপতি নির্বাচন রয়েছে। জগদীপ ধনখড়ের উত্তরসূরি কে হবেন, তা নিয়ে গত কয়েক দিন ধরে বিস্তর আলোচনা চলেছে। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ শিবির থেকে প্রার্থী করা হয়েছে তামিলনাড়ু বিজেপির প্রাক্তন সভাপতি সিপি রাধাকৃষ্ণণকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৫২

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

আজ উপরাষ্ট্রপতি নির্বাচন রয়েছে। জগদীপ ধনখড়ের উত্তরসূরি কে হবেন, তা নিয়ে গত কয়েক দিন ধরে বিস্তর আলোচনা চলেছে। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ শিবির থেকে প্রার্থী করা হয়েছে তামিলনাড়ু বিজেপির প্রাক্তন সভাপতি সিপি রাধাকৃষ্ণনকে। মহারাষ্ট্রের রাজ্যপাল হিসাবে দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। অন্য দিকে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ প্রার্থী করেছে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে। রাজ্যসভা এবং লোকসভায় সাংসদ সংখ্যার নিরিখে নির্বাচনে সুবিধাজনক অবস্থানে রয়েছে এনডিএ শিবির। এ অবস্থায় উপরাষ্ট্রপতি নির্বাচনের দিকে নজর থাকবে আজ।

আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব ঠিকঠাক থাকলে আজ দুপুরে দমদম বিমানবন্দর থেকে বাগডোগরার উদ্দেশে তাঁর রওনা দেওয়ার কথা। নবান্ন সূত্রে খবর, আগামী কয়েক দিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলা সফর করে সেখানকার সমস্যা নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন মমতা। পাশাপাশি, মুখ্যমন্ত্রীর এই সফরে সমাজকল্যাণ মূলক প্রকল্প বিতরণের কর্মসূচিও রাখা হবে।

ছাত্র-যুবদের বিক্ষোভে উত্তাল নেপাল। শুধু রাজধানী কাঠমান্ডু নয়, বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে দেশের অন্যত্রও। বাদ যায়নি সে দেশের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির গ্রামও। তাঁর পৈতৃক বাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি করেন বিক্ষোভকারীরা। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় পুলিশ। সোমবার রাত পর্যন্ত পুলিশের গুলিতে নিহতের সংখ্যা ১৯। আহত ২৫০- এর বেশি। সমাজমাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে রবিবার থেকেই বিক্ষোভের আগুন পুঞ্জীভূত হতে থাকে। সোমবার সকাল থেকে তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। অগ্নিগর্ভ নেপালের পরিস্থিতির মধ্যেই পদত্যাগ করেন সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। আজ নেপালের পরিস্থিতির দিকে নজর থাকবে।

আজ দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগের নিলাম। প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচ হিসাবে এই নিলামে থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এসএ২০-তে ছ’টি ফ্র্যাঞ্চাইজি ৮৪ জন ক্রিকেটারকে কিনবে। মোট ৫৪১ জন ক্রিকেটার নিলামে নাম নথিভুক্ত করেছেন। নিলাম শুরু বিকেল ৫:৩০ থেকে।

এশিয়া কাপ ক্রিকেটে কাল, বুধবার অভিযান শুরু করবে ভারত। সূর্যকুমার যাদবের দল প্রথম ম্যাচে খেলবে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে। এই ম্যাচের আগে কী ভাবে তৈরি হচ্ছে ভারতীয় দল? থাকছে সব খবর।

আজ থেকে শুরু হয়ে যাচ্ছে এশিয়া কাপ ক্রিকেট। প্রথম দিন নামছে রশিদ খানের আফগানিস্তান। বিপক্ষে হংকং। টি-টোয়েন্টি ফর্ম্যাটে হবে প্রতিযোগিতা। খেলা শুরু রাত ৮টা থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের কোনও জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা তেমন নেই। তবে বৃষ্টি শুরু হতে পারে বুধবার থেকে। কলকাতা এবং দক্ষিণের বাকি সব জেলাতেই বুধ এবং বৃহস্পতিবারের জন্য সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে টানা এক সপ্তাহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহারে ভারী বৃষ্টি চলতে পারে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত। এ ছাড়া, দার্জিলিঙে বুধবার, কালিম্পঙে বৃহস্পতিবার ভারী বর্ষণ হতে পারে। তবে উত্তরবঙ্গের দক্ষিণাংশের তিন জেলা মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে এই মুহূর্তে কোনও সতর্কতা জারি করেনি হাওয়া অফিস।

News of the Day Vice President Election Mamata Banerjee Asia Cup 2025 T-20 Cricket Sourav Ganguly Weather Today Nepal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy