দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
দিল্লির লালকেল্লার সামনে সিগন্যালে থামা এক গাড়িতে বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। আত্মঘাতী হামলা না কি বিস্ফোরণের নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশের সঙ্গে ঘটনার তদন্ত করছে এনআইএ-ও। ঘটনায় এখনও পর্যন্ত এক জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম মহম্মদ সলমন। সূত্রের খবর, হরিয়ানার বাসিন্দা এই সলমনের নামেই রেজিস্ট্রেশন ছিল হুন্ডাই আই২০ গাড়িটির। এই গাড়িতেই বিস্ফোরণ হয়। গাড়ির নম্বরপ্লেটও হরিয়ানার। বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল যে আশপাশের অন্তত ২২টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনা সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে যা উঠে আসবে, সব প্রকাশ করা হবে জনসমক্ষে। সোমবার রাতেই ঘটনাস্থলে যান তিনি। পরিস্থিতি খতিয়ে দেখেন। আজ এই ঘটনার তদন্তের গতিপ্রকৃতির দিকে নজর থাকবে।
আজ বিহারে দ্বিতীয় দফার ভোটগ্রহণ রয়েছে। আজ ভোটগ্রহণ হবে ১২২টি আসনে। তালিকায় রয়েছে পূর্ব এবং পশ্চিম চম্পারন, সীতামঢ়ী, মধুবনী, কিসানগঞ্জের মতো নেপাল সীমান্তবর্তী বিধানসভা কেন্দ্রগুলি। দ্বিতীয় দফায় মোট প্রার্থী রয়েছেন ১৩০২ জন। ভোটার সংখ্যা সাড়ে তিন কোটিরও বেশি। দ্বিতীয় দফার এই নির্বাচনের দিকে নজর থাকবে আজ।
জেলমুক্তি হতে পারে পার্থ চট্টোপাধ্যায়ের। নিয়োগ মামলায় প্রায় তিন বছর তিন মাস জেলে কাটিয়ে অবশেষে ছাড়া পেতে পারেন তিনি। সোমবার বিশেষ সিবিআই আদালতের বিচারক পার্থকে জেলমুক্ত করার নির্দেশ দিয়েছেন। আজ জেল থেকে ছাড়া পেতে পারেন নিয়োগ মামলায় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।
শুক্রবার থেকে ইডেনে টেস্ট খেলতে নামছে ভারত। বিপক্ষে টেস্ট বিশ্বকাপে গত বারের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। শুভমন গিলের ভারতীয় দলের সকলেই কলকাতায় পৌঁছে গিয়েছেন। এসে গিয়েছেন কোচ গৌতম গম্ভীরও। ইডেনে প্রস্তুতিতেও নেমে পড়বে দুই দল। ভারত ও দক্ষিণ আফ্রিকা দলের সব খবর।
রঞ্জি ট্রফিতে জেতার মতো জায়গায় চলে গিয়েছে বাংলা। প্রথম ইনিংসে ৪৭৪ রান করার পর রেলের ইনিংস ২২২ রানে শেষ করে দিয়েছে বাংলা। ফলো-অন করতে নেমে রেল ৯০ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে। ইনিংস হার এড়াতে এখনও ১৬২ রান দরকার তাদের। অঘটন না ঘটলে ইনিংসেই জিতে যেতে পারে লক্ষ্মীরতন শুক্লার দল। আজ চতুর্থ তথা শেষ দিনের খেলা শুরু সকাল ৯:৩০ থেকে।
রাজ্যে আপাতত আবহাওয়া খটখটে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। রোদ উঠলেও গরমের অস্বস্তি বিদায় নিয়েছে। এ বার শীতের পালা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নীচে থাকবে।
এক দিনের উত্তরবঙ্গ সফর শেষ করে আজ কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার শিলিগুড়িতে উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করে পরিষেবা প্রদানের পাশাপাশি, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করেছেন তিনি। মঙ্গলবার দুপুরে বাগডোগরা থেকে বিমানে চেপে দমদম বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, কলকাতায় পৌঁছোনোর পরে সল্টলেকের স্বাস্থ্য ভবনে একটি সরকারি অনুষ্ঠানে যাওয়ার কর্মসূচি রয়েছে তাঁর।