সংঘর্ষবিরতির পরে আজ আলোচনায় বসছে ভারত ও পাকিস্তান
গত শনিবার বিকেলে সংঘর্ষবিরতিতে সম্মত হয় ভারত এবং পাকিস্তান। কিন্তু তার পরেও শনিবার রাতে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে হামলা চালানোর অভিযোগ উঠেছে পাক সেনার বিরুদ্ধে। এই পরিস্থিতিতে আজ ভারত এবং পাকিস্তান আলোচনায় বসতে চলেছে। সংঘর্ষবিরতির পর এটিই প্রথম আলোচনা। দু’পক্ষের আলোচনায় কোন কোন বিষয় উঠে আসে, তা নিয়ে কৌতূহল দানা বেঁধেছে আমজনতার মনে। সংঘর্ষবিরতি লঙ্ঘনের অভিযোগ নিয়ে ইতিমধ্যে পাক সেনার ডিজিএমও-কে হটলাইনে বার্তা পাঠিয়েছেন ভারতীয় সেনার ডিজিএমও রাজীব ঘাই। রবিবার সন্ধ্যায় তিন বাহিনীর যৌথ সাংবাদিক বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে কী কী পদক্ষেপ করা হয়েছে, কেন করা হয়েছে, তা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। সঙ্গে এ-ও জানানো হয়েছে, পাকিস্তানই সংঘর্ষবিরতি চেয়েছিল। এই আবহে ভারত-পাক আলোচনার দিকে নজর থাকবে আজ।
ভারত-পাকিস্তান সীমান্ত এবং নিয়ন্ত্রণরেখার পরিস্থিতি কেমন
সংঘর্ষবিরতি ঘোষণা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তা লঙ্ঘন করেছিল পাকিস্তান। কড়া বার্তা দিয়েছিল ভারতও। এ বার দেশের পশ্চিম সীমান্তের পরিস্থিতি খতিয়ে দেখে সেনা কমান্ডারদের ‘পূর্ণ ক্ষমতা’ দিয়েছেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীও। স্পষ্ট করে দিয়েছেন, সংঘর্ষবিরতি লঙ্ঘন করে হামলা হলে প্রত্যাঘাতের ‘পূর্ণ ক্ষমতা’ কমান্ডারদের হাতে থাকবে। গত শনি এবং রবিবার রাতে সংঘর্ষবিরতি এবং আকাশসীমা লঙ্ঘন করা হয়েছিল। তার পরেই নিরাপত্তা সংক্রান্ত বিষয় পর্যালোচনায় পশ্চিম সীমান্তের সেনা কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন সেনাপ্রধান দ্বিবেদী। সীমান্তে পরিস্থিতি কেমন থাকে সেদিকে নজর থাকবে।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
সিন্ধুর জল বা ভারত-পাকিস্তান বাণিজ্য নিয়ে কথা শুরু হবে কি
পহেলগাঁও কাণ্ডের পরে সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ভারত। পরে ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি হলেও পহেলগাঁও কাণ্ডের পর তাৎক্ষণিক কূটনৈতিক পদক্ষেপগুলির বিষয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। এই পরিস্থিতিতে সোমবার ভারত এবং পাকিস্তান আলোচনায় বসছে। সেখানে কি সিন্ধু জলচুক্তি নিয়ে আলোচনা হবে দু’দেশের? উঠে আসবে কি দ্বিপাক্ষিক বাণিজ্য সংক্রান্ত বিষয়? পাকিস্তানের প্রতিরক্ষমন্ত্রী ইতিমধ্যে জানিয়েছেন তাঁরা সিন্ধুচুক্তি নিয়ে আলোচনা করতে চান ভারতের সঙ্গে। যদিও সোমবারের আলোচনার সম্ভাব্য বিষয়বস্তু নিয়ে ভারত সরকারের তরফে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করা হয়নি।
আইপিএলের পরিবর্তিত সূচির আনুষ্ঠানিক ঘোষণা আজ?
ভারত-পাকিস্তান অস্ত্রবিরতির পর আইপিএল যে আবার শুরু হবে, তা আগেই জানা গিয়েছে। বোর্ডের তরফে এটাও ইঙ্গিত দেওয়া হয়েছে, যে সূচি পরিবর্তিত হবে। সেই সূচি কি সোমবারই আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে? সেই খবরের দিকে নজর থাকবে।
আজও তাপপ্রবাহ চলবে, কবে থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা?
সোমবারও তাপপ্রবাহের সম্ভাবনা দক্ষিণবঙ্গের তিন জেলায়। পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু এলাকায় তাপপ্রবাহ চলতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও গরমের কারণে অস্বস্তিকর আবহাওয়া থাকবে। তবে কোনও কোনও জায়গায় বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিনে রাজ্যে দিনের তাপমাত্রায় বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই।