দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
আজ মণিপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংঘর্ষ পর্বের পর এই প্রথম মণিপুর সফর তাঁর। মণিপুর সফরে ইম্ফল এবং চুরাচান্দপুর— দুই জায়গায় যাবেন প্রধানমন্ত্রী। আজ বেলা সাড়ে ১২টা নাগাদ আইজ়ল থেকে মণিপুরে পৌঁছোনোর কথা তাঁর। প্রথমেই তিনি চুরাচান্দপুর ষাবেন। সংঘর্ষ-পর্বে ঘরছাড়াদের সঙ্গে দেখা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। শুনবেন তাঁদের অভিযোগ। শুধু তা-ই নয়, চুরাচান্দপুরে একটি জনসভা করার কথা। তবে তার আগে কিছু উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর করবেন মোদী। চুরাচান্দপুর থেকে ইম্ফলে যাবেন তিনি। সেখানেও ঘরছাড়াদের সঙ্গে কথা বলবেন এবং উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মণিপুরের মুখ্যসচিব জানিয়েছেন, আজ প্রধানমন্ত্রীর ৭,৩০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করার কথা। একই সঙ্গে ১,২০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন হবে তাঁর হাত দিয়ে। আজ মোদীর মণিপুর সফর সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।
নেপালের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন ৭২ বছরের সুশীলা কার্কী। সে দেশের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সুশীলাকে ভোটাভুটির মাধ্যমে বেছে নিয়েছে আন্দোলনকারী জেন জ়ি। রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল এবং সেনাপ্রধান জেনারেল অশোকরাজ সিদগেলও তাঁর নামে সম্মতি দিয়েছেন।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীমৃত্যুর ঘটনার পর আবার ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সামনের পুকুর থেকে বৃহস্পতিবার রাতে উদ্ধার করা হয় তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। শুক্রবারই ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে পেয়েছে পুলিশ। সূত্রের খবর, ওই ছাত্রীর শরীরে বাইরে থেকে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। জলে ডুবেই মৃত্যু হয়েছে নিমতার বাসিন্দা অনামিকার। তবে তিনি মদ্যপান করে ছিলেন বা শরীরে অন্য কোনও মাদক পদার্থ ছিল কি না, তা জানতে ভিসেরা পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। সেই পরীক্ষার রিপোর্ট পাওয়ার পরেই এই বিষয়টি স্পষ্ট হবে। আজ ওই ছাত্রীর মৃত্যুর তদন্তের গতিপ্রকৃতি সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।
আজ কলকাতায় ‘দ্য বেঙ্গল ফাইলস্’-এর ‘বিশেষ প্রিমিয়ার’ আয়োজন করছে ‘সামাজিক-সাংস্কৃতিক’ সংগঠন ‘খোলা হাওয়া’। বিবেকরঞ্জন অগ্নিহোত্রী নির্মিত এই ছবিটি পশ্চিমবঙ্গের কোনও সিনেমা হলে মুক্তি পায়নি। এমনকি, ছবিটির ট্রেলার মুক্তির অনুষ্ঠানও এ রাজ্যে বাধা পেয়েছে। প্রথমে একটি নামী সিনেমা হল ‘চেন’ ট্রেলার মুক্তির অনুষ্ঠান বাতিল করে। পরের দিন ইএম বাইপাস সংলগ্ন একটি পাঁচতারা হোটেলে ছবিটির ট্রেলার দেখানোর অনুষ্ঠানও মাঝপথে থেমে যায় পুলিশি হস্তক্ষেপে। এত কাণ্ডের পরে আর পশ্চিমবঙ্গের কোনও সিনেমা হল ছবিটি চালানোর ঝুঁকি নেয়নি। কিন্তু বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্তের নেতৃত্বে চলা সংগঠন ‘খোলা হাওয়া’ আজ কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে থাকা জাতীয় গ্রন্থাহারের ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভাষা ভবন’ প্রেক্ষাগৃহে বিকেল ৪টে থেকে ছবিটি দেখানোর ব্যবস্থা করছে। এই ‘বিশেষ প্রিমিয়ারে’ বিবেক নিজে এবং ছবিটির অন্যতম প্রধান চরিত্রের অভিনেতা পল্লবী জোশী উপস্থিত থাকবেন।
এশিয়া কাপে কাল, রবিবার মহারণ। মুখোমুখি ভারত এবং পাকিস্তান। কী ভাবে প্রস্তুতি সারছেন সূর্যকুমার যাদব-জসপ্রীত বুমরাহেরা? কেমন হতে পারে ভারতের সম্ভাব্য একাদশ? ম্যাচের আগে কী বলছে পাকিস্তান শিবির? সব খবর নজরে থাকবে।
এশিয়া কাপ শুরু হওয়ার চার দিন পর আজই প্রথম ‘বড়’ ম্যাচ। মুখোমুখি বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। বাংলাদেশের এটি দ্বিতীয় ম্যাচ। শ্রীলঙ্কা এই প্রথম খেলতে নামছে। খেলা রাত ৮টা থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।
আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জেলার সব জায়গায় হবে না। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে আজ ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জেলার সব জায়গায় হবে না। ওই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গের বাকি তিন জেলাতেও ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে আজ।
আজ থেকে শুরু হয়ে যাচ্ছে বিশ্ব অ্যাথলেটিক্স। অলিম্পিক্সের পর অ্যাথলেটিক্সে এই প্রতিযোগিতার আকর্ষণই সবচেয়ে বেশি। জাপানের টোকিয়োয় প্রথম দিন নামছেন ভারতের চার প্রতিযোগী। ৩৫ কিলোমিটার হাঁটায় নামছেন রাম বাবু, সন্দীপ কুমার, প্রিয়াঙ্কা গোস্বামী। ১,৫০০ মিটার দৌড়ে অংশ নেবেন পূজা। ইভেন্ট শুরু ভোর ৪টে থেকে। সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস চ্যানেলে।
কলকাতা ফুটবল লিগে আজ রয়েছে মহমেডানের খেলা। অবনমন রাউন্ডে মহমেডানের এটি দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে তারা না খেলেই ৩ পয়েন্ট পেয়েছে। মহমেডানের বিরুদ্ধে আজ রেলওয়ে এফসি। খেলা বিকেল ৩টে থেকে।
দলীপ ট্রফির ফাইনালে মুখোমুখি মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চল। তৃতীয় দিনের শেষে সুবিধাজনক জায়গায় মধ্যাঞ্চল। রজত পাটীদার, যশ রাঠোরের শতরানে বড় রানের লিড নিয়েছে মধ্যাঞ্চল। আজ চতুর্থ দিনের খেলা। সকাল ৯:৩০ থেকে খেলা শুরু।