Advertisement
E-Paper

মোদীর সঙ্গে ট্রাম্পের বৈঠকে কী কী বিষয়ে আলোচনা। নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। আর কী কী দিনভর

ট্রাম্পের বাণিজ্য নীতির কোনও প্রভাব কি পড়বে ভারতের উপরে? অবৈধবাসীদের ফেরত পাঠানোর প্রসঙ্গ কি উঠে আসবে দুই রাষ্ট্রনেতার আলোচনায়?

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:৩০
গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আমেরিকায় মোদীর সঙ্গে বৈঠক হয়েছে ট্রাম্পের, কী কী বিষয়ে আলোচনা

বৃহস্পতিবার থেকেই সব নজর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের দিকে। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম ওয়াশিংটনে সফরে প্রধানমন্ত্রী মোদী। ভারতীয় সময় অনুযায়ী, আজ ভোরে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক হয়েছে মোদীর। দুই রাষ্ট্রনেতার ব্যক্তিগত সম্পর্ক যথেষ্ট মসৃণ হলেও বর্তমান পরিস্থিতির জেরে এই সাক্ষাৎ ঘিরে বিস্তর আলোচনা শুরু হয়েছে। ট্রাম্পের বাণিজ্য নীতির কোনও প্রভাব কি পড়বে ভারতের উপরে? অবৈধবাসীদের ফেরত পাঠানোর প্রসঙ্গ কি উঠে আসবে দুই রাষ্ট্রনেতার আলোচনায়? মোদীর সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প সমাজমাধ্যমে লিখেছিলেন, “আজ বড় একটা দিন: পারস্পরিক শুল্ক আরোপ! আমেরিকাকে আবার মহান করে তুলতে হবে।” তাঁর এই পোস্ট ঘিরে জল্পনা আরও বৃদ্ধি পেয়েছে। ট্রাম্প-মোদী সাক্ষাতে কোন কোন বিষয় উঠে আসে, সে দিকে নজর থাকবে আজ।

নিয়োগ দুর্নীতিতে সিবিআই মামলার শুনানি বিচার ভবনে

প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের মামলার শুনানি রয়েছে আজ কলকাতার বিচারভবনে। ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র, পার্থ চট্টোপাধ্যায়, সন্তু গঙ্গোপাধ্যায়, শান্তনু বন্দ্যোপাধ্যায়, অয়ন শীলরা এই মামলায় অভিযুক্ত। পার্থ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে রিপোর্ট চেয়েছিল আদালত। আজ তা জমা দেওয়ার কথা। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

বাংলাদেশের আইনশৃঙ্খলা এবং প্রশাসনের পরিস্থিতি

বাংলাদেশের গোপন বন্দিশালা ‘আয়নাঘর’ পরিদর্শন করেছেন সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের দাবি, শেখ হাসিনার সরকারের জমানাতেই সেগুলি ব্যবহার হত। সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে। জুলাই আন্দোলনের সময়ের পরিস্থিতির জন্য হাসিনার সরকারের ভূমিকাকেই কাঠগড়ায় তোলা হয়েছে ওই রিপোর্টে। আবার বাংলাদেশে সাম্প্রতিক অশান্তির জেরে দুষ্কৃতীদের পাকড়াও করতে সেই দেশ জুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু করেছে ইউনূস প্রশাসন। হাজারের বেশি গ্রেফতারও হয়েছে। আজ সেখানকার পরিস্থিতির দিকে নজর থাকবে।

ট্রাম্পের বিবিধ সিদ্ধান্ত ও আন্তর্জাতিক রাজনীতি

ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ক্ষমতায় আসার পর থেকেই বিতর্ক শুরু হয়েছে হোয়াইট হাউসের বিবিধ সিদ্ধান্তে। কখনও অবৈধবাসীদের হাতকড়া পরিয়ে দেশে ফেরত পাঠানো, কখনও তাঁর বাণিজ্য নীতি, আবার কখনও গ্রিনল্যান্ডের দখল ঘিরে আলোচনায় উঠে এসেছেন ট্রাম্প। ট্রাম্পের বক্তব্য, তাঁর প্রশাসনের সব নীতিতেই আগে প্রাধান্য পাবেন আমেরিকানরা। তাঁর ‘আমেরিকান ফার্স্ট’ নীতির বিষয়ে নির্বাচনের আগে থেকেই আভাস দিয়ে রেখেছিলেন ট্রাম্প। আজ ভোরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকও হয়েছে ট্রাম্পের। এই অবস্থায় বিশ্ব কূটনীতির বিভিন্ন পরিস্থিতির দিকে নজর থাকবে আজ।

আবার শীতের আমেজ বঙ্গে, কত দিন স্থায়ী হবে

গোটা মাঘ জুড়ে রাজ্যবাসীর ঝুলিতে ছিল শুধুই শীতের আমেজ। জাঁকিয়ে শীত আর উপভোগ করা হয়নি। সেই শীতের আমেজেও এখন ভাটা। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহান্তে আরও একটু শীতের আমেজ উপভোগ করে নিতে পারবেন বঙ্গবাসী। পরের সপ্তাহ থেকে আবার বাড়বে তাপমাত্রা। তখনই কি এই মরসুমের মতো বিদায় নেবে শীত? তা এখনও স্পষ্ট নয়।

Narendra Modi Donald Trump Recruitment Scam CBI
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy