Advertisement
E-Paper

এ বার কি জানা যাবে বিমান দুর্ঘটনার কারণ। ইরানে ইজ়রায়েলের বিমান হানার পর যুদ্ধ পরিস্থিতি।

এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনাগ্রস্ত সেই বিমানের ব্ল্যাকবক্স মিলেছে। অহমদাবাদের মেঘানিনগরে চিকিৎসকদের যে হস্টেলে বিমানটি ভেঙে পড়েছিল, তার ছাদ থেকে শুক্রবার উদ্ধার হয়েছে সেই ব্ল্যাকবক্স।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুন ২০২৫ ০৭:৫২

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

উদ্ধার হয়েছে ব্ল্যাকবক্স, এ বার কি জানা যাবে বিমান দুর্ঘটনার কারণ

এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনাগ্রস্ত সেই বিমানের ব্ল্যাকবক্স মিলেছে। অহমদাবাদের মেঘানিনগরে চিকিৎসকদের যে হস্টেলে বিমানটি ভেঙে পড়েছিল, তার ছাদ থেকে শুক্রবার উদ্ধার হয়েছে সেই ব্ল্যাকবক্স। এমনটাই বলেছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের একটি সূত্র। এই ব্ল্যাকবক্সের মধ্যে বিমানের প্রয়োজনীয় তথ্য-বন্দি থাকে। সেই নথি, তথ্য বিশ্লেষণ করে দুর্ঘটনার সম্ভাব্য কারণ জানা যাবে বলে মনে করা হচ্ছে। আজ নজর থাকবে এই খবরে।

ইরানে ইজ়রায়েলের বিমান হানার পর যুদ্ধ পরিস্থিতি

বৃহস্পতিবার রাতে ইজ়রায়েলি বায়ুসেনার ‘অপারেশন রাইজ়িং লায়ন’ তছনছ করে দিয়েছে ইরানের অন্তত ছ’টি পরমাণু ও সামরিক কেন্দ্র। দু’শো বোমারু ও যু্দ্ধবিমানের হানায় ইরান সেনার একাধিক শীর্ষস্থানীয় কমান্ডার এবং পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ বিভিন্ন রাষ্ট্রনেতাকে ফোন করে হামলার কারণ ব্যাখ্যা করেছেন ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইতিমধ্যেই প্রতিশোধ নেওয়ার ঘোষণা করেছে ইরান। আজ নজর থাকবে এই খবরে।

ট্রাম্পের হুঁশিয়ারিতে পশ্চিম এশিয়ায় নতুন আশঙ্কার মেঘ

পরমাণু চুক্তি সই করে ইউরেনিয়াম বন্ধ না-করলে আরও ভয়ঙ্কর হামলার মুখে পড়তে হবে ইরানকে। শুক্রবার এই হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ইরানে ইজ়রায়েলি বিমান হামলার নেপথ্যে আমেরিকার কোনও ‘ভূমিকা’ নেই বলে জানিয়েছেন ট্রাম্প সরকারের বিদেশসচিব মার্কো রুবিয়ো।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ইংল্যান্ডে ভারতীয় ক্রিকেট দলের প্রস্তুতি ম্যাচ, থাকছে সব খবর

ইংল্যান্ডে ভারতীয় ক্রিকেট দলের প্রস্তুতি ম্যাচ শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে ইংল্যান্ড সফরে রয়েছে ভারত এ দলও। তাদের সঙ্গেই চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে ভারত। আজ দ্বিতীয় দিনের খেলা। বিকেল সাড়ে ৩টে থেকে খেলা শুরু। এই ম্যাচের সব খবর।

বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে, ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া চলবে। তবে সেই সঙ্গে থাকবে ভ্যাপসা গরমও। পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এবং দুই বর্ধমানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে আগামী মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলতে পারে। আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির (১২ থেকে ২০ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে। কোচবিহারে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

২১ জুলাইয়ের প্রস্তুতি, জেলা নেতাদের সঙ্গে বসবেন বক্সী

২১ জুলাইয়ের শহিদ দিবসের সমাবেশের প্রস্তুতি বৈঠক ডাকা হয়েছে। আজ দক্ষিণ কলকাতার ভবানীপুরের প্রিয়নাথ মল্লিক রোডের পার্টি অফিসে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী দলের জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। ওই বৈঠকে তৃণমূলের জেলা সভাপতি ও চেয়ারম্যানদের উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

News of the Day Ahmedabad Plane Crash Israel-Iran Conflict Donald Trump India vs England 2025 21st July TMC Rally
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy