Advertisement
E-Paper

বিহারে নয়া সরকারের মুখ্যমন্ত্রী হবেন কে। ইডেনে শুভমনদের ব্যাটিং। আইপিএল রিটেনশন। আর কী কী

শুক্রবার বিকেলেই নীতীশের বাসভবনে গিয়েছিলেন বিহারের বিদায়ী উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সম্রাট চৌধরি। এ অবস্থায় বিহারের নতুন সরকার গঠনের প্রক্রিয়ার দিকে নজর থাকবে আজ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ০৭:৫৪

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

বিহারের বিধানসভা ভোটে একতরফা ভাবে জয়ী হয়েছে এনডিএ। ধারেকাছে ঘেঁষতে পারেনি বিরোধীদের ‘মহাগঠবন্ধন’। জয়ের পরে এনডিএ শিবির ফের এক বার সরকার গঠনের তোড়জোড় শুরু করে দিয়েছে। তবে এ বারের নির্বাচনে এনডিএ শিবির আগে থেকে কোনও মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণা করেনি। সে ক্ষেত্রে নীতীশ কুমারই কি ফের নয়া সরকারের মুখ্যমন্ত্রী হবেন? তা নিয়েও বিস্তর আলোচনা শুরু হয়েছে। শুক্রবার বিকেলেই নীতীশের বাসভবনে গিয়েছিলেন বিহারের বিদায়ী উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সম্রাট চৌধরি। এ অবস্থায় বিহারের নতুন সরকার গঠনের প্রক্রিয়ার দিকে নজর থাকবে আজ।

ইডেনে প্রথম টেস্টে প্রথম দিনই শেষ দক্ষিণ আফ্রিকার ইনিংস। জসপ্রীত বুমরাহ ৫ উইকেট নিয়েছেন। ব্যাট করতে নেমে যশস্বী জয়সওয়ালের উইকেট হারিয়েছে ভারত। প্রথম দিনের শেষে ভারত ১ উইকেটে ৩৭। আজ দ্বিতীয় দিনের খেলা শুরু সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

আজ আইপিএলের রিটেনশন। ১০টি দলই আজ জানিয়ে দেবে আগামী আইপিএলের জন্য তারা কোন ক্রিকেটারদের ধরে রাখছে। কেকেআর কি ছেড়ে দেবে ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে কেনা বেঙ্কটেশ আয়ারকে? সঞ্জু স্যামসনকে কি রাখবে রাজস্থান রয়্যালস? এই সব প্রশ্নেরই জবাব পাওয়া যাবে আজ। বিকেল ৫টায় প্রকাশিত হবে ১০ দলের রিটেনশন তালিকা। সম্প্রচার হবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

বিশ্বকাপ জেতার পর এখন অস্ট্রেলিয়ায় মেয়েদের বিগ ব্যাশ লিগে খেলছেন জেমাইমা রদ্রিগেজ়। আজ তাঁর ব্রিসবেন হিট মুখোমুখি হোবার্ট হারিকেন্সের। প্রথম দু’টি ম্যাচে ৬ এবং ১১ রান করেছেন জেমাইমা। দু’টি ম্যাচেই হেরেছে ব্রিসবেন। পয়েন্ট তালিকায় সকলের নীচে রয়েছে জেমাইমার দল। আজ ঘুরে দাঁড়ানোর পালা। রান পাবেন জেমাইমা? খেলা শুরু সকাল ১০:১০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে।

আলিপুর হাওয়া অফিস বলছে, রাজ্যে আপাতত ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের সব জেলায় রবি থেকে মঙ্গলবার ভোরবেলা আকাশ থাকবে কুয়াশাচ্ছন্ন। দৃশ্যমানতা নামতে পারে ২০০ মিটারে। জেলার সব জায়গায় যদিও কুয়াশা থাকবে না। কিছু এলাকায়। আগামী দু’দিন রাজ্যে রাতের তাপমাত্রার হেরফের হবে না। কোনও কোনও জায়গায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তার পরের তিন দিন তাপমাত্রা ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

News of the Day bihar election NDA test cricket IPL Jemimah Rodrigues Weather Update India vs South Africa 2025
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy