Advertisement
E-Paper

ভোটার ও আধার কার্ড সংযুক্তিকরণ নিয়ে বৈঠকে কমিশন। তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক। আর কী

ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ নিয়ে আজ বৈঠকে বসছে জাতীয় নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ওই বৈঠক ডেকেছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৫ ০৭:৫৭

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ভোটার এবং আধার কার্ড সংযুক্তিকরণ নিয়ে বৈঠকে জাতীয় নির্বাচন কমিশন

ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ নিয়ে আজ বৈঠকে বসছে জাতীয় নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ওই বৈঠক ডেকেছেন। বৈঠকে থাকার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব, আধার কমিশনের সিইও, সংসদ বিষয়ক মন্ত্রকের সচিব এবং কেন্দ্রীয় আইন সচিবের। সমস্ত জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দলের কাছ থেকেও কমিশন ওই বিষয়ে মতামত এবং পরামর্শ চেয়েছে। বলা হয়েছে, ওই মতামত যেন আগামী ৩০ এপ্রিলের মধ্যে পাঠানো হয় কমিশনের কাছে। মনে করা হচ্ছে, সংযুক্তিকরণের বিষয়ে ‘নীতিগত’ সিদ্ধান্ত নিতে পারে কমিশন। তা বাস্তবায়িত করতে হলে প্রক্রিয়া কী হবে, সে বিষয়েও প্রাথমিক আলোচনা হতে পারে আজকের বৈঠকে। ভোটার তালিকায় ‘ভূতের বাসা’ রয়েছে বলে অভিযোগ তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শাসকদল জাতীয় নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়ে এই দাবিও জানিয়ে এসেছে যে, কেন পাসপোর্ট, আধার কার্ডের মতো ভোটার কার্ডের (এপিক) ‘ইউনিক’ নম্বর থাকবে না? সেই আবহেই আজ আধার কার্ডের সঙ্গে এপিক কার্ডের সংযুক্তিকরণের বিষয়ে বৈঠকে বসছে জাতীয় নির্বাচন কমিশন।

বুধবারই কি পৃথিবীতে পৌঁছোবেন সুনীতারা

ভারতীয় বংশোদ্ভূত নভশ্চর সুনীতা উইলিয়াম্‌সের পৃথিবীতে অবতরণের সময় প্রকাশ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। স্থানীয় সময় অনুযায়ী আজ বিকেল ৫টা ৫৭ মিনিটে (ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোর সাড়ে ৩টে) আমেরিকার ফ্লরিডার উপকূলে নামতে পারেন সুনীতা-সহ চার মহাকাশচারী। তবে এর মাঝে পরিস্থিতি বাদ সাধলে ফের বদলে যেতে পারে সুনীতাদের ফেরার দিন ক্ষণ। বিজ্ঞানীদের মতে, মহাকাশযান ড্রাগন-এর আন-ডকিংয়ের প্রক্রিয়ায় বিলম্ব হলে পৃথিবীতে ফিরতে দেরি হতে পারে মহাকাশচারীদের। তা ছাড়া, মহাকাশযানের অবস্থা, পুনরুদ্ধার দলের প্রস্তুতি, আবহাওয়া, সমুদ্রের পরিস্থিতি— নভশ্চরদের ফেরার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে এ সব কিছুই।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

হুমায়ুনকে নিয়ে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক

আজ বাজেট অধিবেশনের আলোচনা পর্ব চলবে বিধানসভায়। তবে তার চেয়েও বেশি নজর থাকবে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকের দিকে। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর দলের শো কজ় নোটিসের যে জবাব দিয়েছেন, তাতে তৃণমূল নেতৃত্ব সন্তুষ্ট নন বলেই জানা গিয়েছে। তাই হুমায়ুনকে আজ শৃঙ্খলারক্ষা কমিটির সামনে হাজির হতে বলা হয়েছে। তিনি আদৌ সে হাজিরা দেন কি না, সে দিকে নজর রয়েছে রাজনৈতিক শিবিরের। হুমায়ুন যদি হাজিরা দেন, তা হলে তাঁকে নিয়ে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি কী সিদ্ধান্ত নেয়, সে দিকেও নজর থাকছে।

আইপিএলে প্রথম ম্যাচে নামার আগে কোহলি, রাহানেদের খবর

চার দিন পর শনিবার থেকে শুরু হচ্ছে আইপিএল। ইডেনে কেকেআর বনাম আরসিবি ম্যাচ দিয়ে শুরু প্রতিযোগিতা। জোর কদমে প্রস্তুতি চলছে দুই দলের। অজিঙ্ক রাহানের কলকাতার সব খবর। থাকছে বিরাট কোহলিদের বেঙ্গালুরুর খবরও।

নিয়োগ দুর্নীতি মামলার শুনানি বিচার ভবনে

আজ প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের মামলার শুনানি হবে কলকাতার বিচারভবনে। সম্প্রতি এই মামলার তৃতীয় অতিরিক্ত চার্জশিট আদালতে জমা দিয়েছে সিবিআই। তাতে 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র ছাড়াও নাম রয়েছে অরুণ হাজরার। আজ তাঁকেও হাজিরার নির্দেশ দিয়েছে আদালত। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে ঘুরে দাঁড়াবে পাকিস্তান?

আজ নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। পাঁচ ম্যাচের সিরিজ়ে প্রথম ম্যাচে পাকিস্তান ৯১ রানে অল আউট হয়ে গিয়েছে। কিউয়িরা ৫৯ বল বাকি থাকতে ৯ উইকেটে জিতে যায়। দ্বিতীয় ম্যাচে কি ঘুরে দাঁড়াতে পারবে বাবর আজ়ম-মহম্মদ রিজ়ওয়ানহীন পাকিস্তান? খেলা শুরু ভোর ৬:৪৫ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

News of the Day Sunita Williams Kolkata Knight Riders Humayun Kabir TMC Voter Card T-20 Cricket IPL
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy