Advertisement
E-Paper

সংসদে বাদল অধিবেশনের আগে বৈঠকে ‘ইন্ডিয়া’। সিরিজ় পকেটে পুরবেন কি হরমনপ্রীতেরা। আর কী

প্রথমে ঠিক হয়েছিল, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের দিল্লির বাড়িতে ‘ইন্ডিয়া’র বৈঠক হবে। কিন্তু সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব জানান, তাঁর পক্ষে আজ দিল্লি যাওয়া সম্ভব নয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৫ ০৭:৫৫

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

গ্রাফিক আনন্দবাজার ডট কম।

গ্রাফিক আনন্দবাজার ডট কম।

সোমবার সংসদের বাদল অধিবেশন শুরুর আগে বৈঠক করবেন সর্বভারতীয় স্তরের বিজেপি-বিরোধী জোট ‘ইন্ডিয়া’র নেতৃত্ব। ভার্চুয়াল মাধ্যমে হবে ওই বৈঠক। লোকসভা ভোটের পরে জাতীয় রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে বার কয়েক ‘ইন্ডিয়া’ নেতৃত্ব বৈঠক করলেও সেখানে ছিলেন না, তবে আজকের বৈঠকে যোগ দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যা ৭টায় শুরু হবে বৈঠক। প্রথমে ঠিক হয়েছিল, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের দিল্লির বাড়িতে ‘ইন্ডিয়া’র বৈঠক হবে। কিন্তু সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব জানান, তাঁর পক্ষে আজ দিল্লি যাওয়া সম্ভব নয়। তৃণমূলের তরফেও বলা হয়, যে হেতু ২১ জুলাই দলের বার্ষিক সভা, তাই তাঁদের কেউ সশরীরে বৈঠকে থাকতে পারবেন না। তার পরেই ভার্চুয়াল মাধ্যমে বৈঠকের বিষয়টি চূড়ান্ত হয়। বাদল অধিবেশনে সংসদে কক্ষ সমন্বয়-সহ একাধিক বিষয়ে আজ ‘ইন্ডিয়া’র বৈঠকে আলোচনা হওয়ার কথা। পাশাপাশিই বিহারে বিধানসভা নির্বাচনের আগে কমিশন যে বিশেষ সমীক্ষা করছে, তা নিয়েও আলোচনা হতে পারে। উল্লেখ্য, তৃণমূল-সহ বিরোধী দলগুলির আশঙ্কা, বিহারে এই সমীক্ষা বাস্তবায়িত করে লক্ষ লক্ষ ভোটারের নাম ভোটারতালিকা থেকে বাদ পড়লে আগামী দিনে সর্বত্রই তা কার্যকর করা হবে। আগামী বছর বাংলায় বিধানসভা ভোট। পাশাপাশি ভোট রয়েছে অসম, কেরলের মতো গুরুত্বপূর্ণ রাজ্যে। আজকের বৈঠক থেকে ভোটারতালিকা সংক্রান্ত সমীক্ষা নিয়েও যৌথ আন্দোলনের রূপরেখা তৈরি হতে পারে বলে খবর।

গ্রাফিক আনন্দবাজার ডট কম।

গ্রাফিক আনন্দবাজার ডট কম।

বিলেতে স্বপ্নের ফর্মে রয়েছে ভারতের মেয়েদের ক্রিকেট দল। টি-টোয়েন্টি সিরিজ়ে ইংল্যান্ডকে হারানোর পর এ বার এক দিনের সিরিজ় খেলছে হরমনপ্রীত কউরের ভারতীয় দল। প্রথম ম্যাচে ৪ উইকেটে জিতেছে ভারত। আজ দ্বিতীয় এক দিনের ম্যাচ। জিতলেই তিন ম্যাচের সিরিজ় পকেটে পুরবেন হরমনপ্রীতেরা। খেলা শুরু বিকেল ৩:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেলে।

গ্রাফিক আনন্দবাজার ডট কম।

গ্রাফিক আনন্দবাজার ডট কম।

ডিভিসি-র জল ছাড়া ঘিরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে। পাঞ্চেত ও মাইথন জলাধার থেকে প্রায় ৫৭ হাজার কিউসেক জল ছাড়া হয়েছিল। ফলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে দামোদর তীরবর্তী এলাকায়। জল ছাড়ার জেরে ইতিমধ্যেই হুগলির খানাকুলের বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে গিয়েছে। খানাকুল-২ পঞ্চায়েত সমিতির সুন্দরপুর এলাকায় ধসে গিয়েছে একাধিক ঘর। হরিপাল ব্লকেও বিস্তীর্ণ এলাকার কৃষিজমি জলের তলায় চলে গিয়েছে। আমন ধানের মরসুমে বিঘার পর বিঘা জমিতে জল উঠে যাওয়ায় মাথায় হাত পড়েছে চাষিদের। অন্য দিকে, মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ কমায় বাঁকুড়ার নদীগুলিতে জলস্তর কমেছে। তবে কিছু কিছু এলাকা এখনও জলমগ্ন।

গ্রাফিক আনন্দবাজার ডট কম।

গ্রাফিক আনন্দবাজার ডট কম।

নয়াদিল্লি-ওয়াশিংটন বাণিজ্যিক সমঝোতা নিয়ে ফের ইতিবাচক আভাস দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তির খসড়া নিয়ে দ্রুত ঐকমত্যে আসা সম্ভব হবে বলে আশাবাদী ট্রাম্প। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ভারতের বাণিজ্য মন্ত্রকের প্রতিনিধিদল দ্বিপাক্ষিক চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে আমেরিকায় পৌঁছেছে। যদিও ভারত-আমেরিকা বাণিজ্যিক বোঝাপড়া নিয়ে ইতিমধ্যে বেশ কয়েক বার ইতিবাচক বার্তা মিলেছে। তবে চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। এ অবস্থায় আজ দ্বিপাক্ষিক আলোচনায় কোনও অগ্রগতি হয় কি না, সে দিকে নজর থাকবে।

গ্রাফিক আনন্দবাজার ডট কম।

গ্রাফিক আনন্দবাজার ডট কম।

আলিপুর আবহাওয়া দফতর বিশেষ বুলেটিন প্রকাশ করে জানিয়েছে, ২৪ জুলাই নাগাদ উত্তর বঙ্গোপসাগরে আবার তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। সে কারণে ২৩ জুলাই থেকে কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে ঝড়বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। সে জন্য ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজ দার্জিলিং, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির জন্য জারি হলুদ সতর্কতা। বাকি জেলায় ঝড়বৃষ্টি চললেও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

News of the Day Donald Trump India vs England Weather Damodar Valley Corporation INDIA Alliance
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy