Advertisement
E-Paper

ভোটারদের শুনানির জন্য মাইক্রো অবজার্ভারদের প্রশিক্ষণ কমিশনে। মন্ত্রিসভার বৈঠক। আর কী নজরে

মাইক্রো অবজার্ভার নিয়োগ, মন্ত্রিসভার বছরের শেষ বৈঠক, বাংলাদেশ পরিস্থিতি, বিজয় হজারে ট্রফি, বড়দিন থেকে ধীরে ধীরে বাড়বে শীত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ০৭:৫০

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

ভোটারদের শুনানির জন্য প্রায় ৪ হাজার ৬০০ মাইক্রো অবজার্ভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতর থেকে গ্রুপ-এ, গ্রুপ-বি আধিকারিকদের এই কাজে নিয়োগ করেছে কমিশন। আজ ওই মাইক্রো অবজার্ভারদের প্রশিক্ষণ দেবে তারা। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দফতর তাঁদের প্রশিক্ষণ দেবে। কলকাতার নজরুল মঞ্চে দু’দফায় হবে প্রশিক্ষণ। সকাল সাড়ে ১০টা থেকে প্রথম প্রশিক্ষণ শুরু হবে। দ্বিতীয়ার্ধে আবার দুপুর ২টো থেকে প্রশিক্ষণ দেবে কমিশন।

আগামী সপ্তাহের মাঝামাঝিই শুরু হবে নতুন ইংরেজি বছর। তার আগে মন্ত্রিসভার বছরের শেষ বৈঠক হবে আজ। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বৈঠক হবে। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে রাজ্য মন্ত্রিসভা।

বাংলাদেশে জুলাই আন্দোলনের অন্যতম মুখ ওসমান হাদির খুনের পর থেকে ফের উত্তাল হয়েছে ঢাকা-সহ বিভিন্ন এলাকা। ভাঙচুর, তাণ্ডব, অগ্নিসংযোগ— সবই হয়েছে। বাদ যায়নি ছায়ানট, উদীচীর মতো ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান, এমনকি সংবাদপত্রের দফতরও। এরই মধ্যে সোমবার শরীয়তপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল। শেখ হাসিনার সমর্থকেরা বাংলাদেশে ভোট বিঘ্নিত করতে লক্ষ লক্ষ টাকা ঢালছে বলে এক পক্ষের দাবি! নয়াদিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে মঙ্গলবার বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

এখন আলোচনার কেন্দ্রে বিজয় হজারে ট্রফি। আজ থেকে শুরু হচ্ছে ভারতের ঘরোয়া এক দিনের প্রতিযোগিতা। খেলবেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। ১৫ বছর পর আবার ভারতের ঘরোয়া এক দিনের প্রতিযোগিতায় খেলতে দেখা যাবে কোহলিকে। রোহিত শেষ বার এই প্রতিযোগিতায় খেলেছিলেন ২০১৮ সালে। তিনিও সাত বছর পর নামছেন। পাশাপাশি, জাতীয় দলের আরও চার তারকা ঋষভ পন্থ, শুভমন গিল, অর্শদীপ সিংহ ও অভিষেক শর্মাকেও দেখা যাবে প্রতিযোগিতার শুরুতে। আজ মোট ১৬টি ম্যাচ হবে। প্রতিটি ম্যাচ সকাল ৯টা থেকে শুরু হবে। তার মধ্যে কিছু ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

রাজ্যে বড়দিন থেকে ধীরে ধীরে বাড়বে শীত। বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। বর্তমানে যে পশ্চিমী ঝঞ্ঝাটি রয়েছে, সেটিও সরে যাবে। ফলে ঠান্ডার অনুভূতি আরও বৃদ্ধি পাবে। বড়দিন থেকে রাতের দিকে তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমবে দক্ষিণের জেলাগুলিতে। উত্তরবঙ্গেও দু’দিন পর থেকে সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি কমতে পারে।

আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হচ্ছে ৬৮তম সমাবর্তন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে দীক্ষান্ত ভাষণ দেবেন অল ইন্ডিয়া টেকনিক্যাল কাউন্সিলের (এআইটিসি ) চেয়ারম্যান টি জি সীতারাম। এ ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। ২০২২ সালের পর ২০২৫ সালে স্থায়ী উপাচার্যের হাত থেকে ডিগ্রি গ্রহণ করবেন ছাত্রছাত্রী থেকে গবেষকেরা। এ বছর স্নাতকস্তরে ডিগ্রি দেওয়া হবে ২,৪৪৭ জনকে। স্নাতকোত্তস্তরে ডিগ্রি দেওয়া হবে ১,৬৬৯ জনকে এবং পিএইচডি স্কলারদের ৩৭৩ জনকে সম্মানিত করা হবে।

News of the Day Nabanna Mamata Banerjee Vijay Hazare trophy Jadavpur University Election Commission of India Bengal weather today
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy