কাশ্মীরে বেড়াতে গিয়ে বিপত্তি। ব্যাপক ভূমিধসে বহু পর্যটক আটকে পড়েছেন বলে খবর। আটকে পড়া পর্যটকদের মধ্যে কোন্নগরের কয়েক জন বাসিন্দা রয়েছেন।
জানা গিয়েছে, পর্যটকরা লেহ্ খেকে দ্রাসে ফিরছিলেন। সেই দলে কোন্নগরের বেশ কয়েক জন ছিলেন।আচমকাই পাহাড়ি ঢাল বেয়ে নেম আসে প্রবল ভূমিধস। আটকে পড়া পর্যটকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের আধিকারিকদের তিনি জম্মু-কাশ্মীর প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশ দিয়েছেন। যোগাযোগ রাখা হচ্ছে সেনাবাহিনীর সঙ্গেও।
জম্মু-কাশ্মীরের পর্যটন দফতর জানিয়েছে, ধস নামায় লেহ্-শ্রীনগর হাইওয়ে বন্ধ হয়ে রয়েছে। আটকে থাকা পর্যটকদের মধ্যে বেশ কয়েকজন বিদেশিও রয়েছেন। তবে স্বস্তির খবর এটাই যে, প্রত্যেকেই অক্ষত রয়েছেন।
ধসে আটকে পড়া এক পর্যটক জানালেন তাঁর অভিজ্ঞতার কথা
হাইওয়ে থেকে ধস সরিয়ে পর্যটকদের উদ্ধারের চেষ্টা শুরু হয়েছে। ওই পথ দিয়ে আজ আরও একটা দলের যাওয়ার কথা ছিল। কিন্তু তাদের যাত্রা আপতত বাতিল করা হয়েছে। ধস সরানোর পর পরিস্থিতি স্বাভাবিক হলেই, পর্যটকদের লাদাখে যাওয়ার অনুমতি দেওয়া হবে বলে জম্মু-কাশ্মীরের পর্যটন দফতর জানিয়েছে।