রেলের কামরায় শৌচাগারে বন্দি মহিলা। বাইরে শৌচাগারের দরজায় ধাক্কা দিয়ে চিৎকার করছেন ৩০-৪০ জন টিকিটবিহীন যাত্রী। সেই অপরিসর জায়গায় আটকে পড়ে ভয়ে তটস্থ মহিলা যাত্রী। দরজা খুলে বেরোতে যাওয়ার সাহসটুকু হারিয়ে ফেলেছিলেন তিনি। শৌচাগারের ভিতর থেকেই তিনি একটি ভিডিয়ো তুলে রাখেন। তার পর আরপিএফের কাছে সাহায্য চান। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাদধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে কাটিহার জংশনের কাছে বিহারগামী ট্রেনের এক মহিলা যাত্রীর সঙ্গে অত্যন্ত অপ্রীতিকর এই ঘটনাটি ঘটেছে। তিনি একটি সংরক্ষিত কোচে ভ্রমণ করছিলেন। সেখানে ৩০ থেকে ৪০ জন যাত্রী টিকিট না কেটেই কামরায় উঠে পড়েন। তাঁরা বগিতে ঢুকে মহিলা যাত্রীকে শৌচাগারে আটকে রাখেন বলে অভিযোগ। বাথরুমে আটকে থাকা ভীতসন্ত্রস্ত মহিলা একটি ভিডিয়ো তৈরি করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। আরপিএফকে বিষয়টি জানানোর কিছু ক্ষণ পরে তারা ঘটনাস্থলে পৌঁছোয়। মহিলাযাত্রীর তোলা ভিডিয়োয় দেখা গিয়েছে, শৌচাগারের বাইরে প্রবল হইচই, চেঁচামেচি হচ্ছে। জোরে জোরে দরজা ধাক্কানো হচ্ছে। শৌচাগারে বন্দি যাত্রীকে ভিডিয়োয় বলতে শোনা যায়, ‘‘বাইরে লোকজন কী করতে চাইছে জানি না। প্রচণ্ড আতঙ্ক হচ্ছে আমার।’’ এখানেই ভিডিয়োটি শেষ হয়ে যায়।
রেলওয়ে সুরক্ষা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে বিনা টিকিটের যাত্রীদের কামরা থেকে নামিয়ে দেয়। মহিলা যাত্রীকে নিরাপদে বার করে আনেন। অনেক পুলিশ না এলে পরিস্থিতি আরও গুরুতর হতে পারত। ভিডিয়োটি ইনস্টাগ্রামে ‘ইন্ডিয়ানলাস্ট২৪এইচআর’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর ১৮ লক্ষ বার তা দেখা হয়েছে। প্রায় ৪০ হাজার লাইক জমা পড়েছে তাতে। প্রচুর মানুষ রেলসফরের বিভিন্ন অভিজ্ঞতার কথা মন্তব্য বিভাগে শেয়ার করেছেন।