Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Bizarre

চালক ছাড়াই চলল ট্র্যাক্টর, ঢুকে পড়ল দোকানে! ‘ভূতুড়ে’ কাণ্ডে হুলস্থুল উত্তরপ্রদেশে

পুলিশ জানিয়েছে, ট্র্যাক্টরটির মালিকের নাম কিষাণ কুমার। ট্র্যাক্টরটি পার্ক করে তিনি অনুষ্ঠানে গিয়েছিলেন। কিন্তু কী ভাবে ট্র্যাক্টর নিজে থেকে চালু গেল তা নিয়ে রহস্য বাড়ছে কোতোয়ালিতে।

tractor broke into shop

দোকানের কাচের দেওয়াল ভেঙে ঢুকে পড়েছে ট্র্যাক্টর। ছবি:

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৩ ১৬:১৫
Share: Save:

দোকানের বাইরে একটি ট্র্যাক্টর দাঁড় করানো ছিল। ট্র্যাক্টরে চালক ছিলেন না। আচমকাই সেটি চলতে শুরু করে। তার পর সামনে থাকা সাইকেল এবং বাইককে ধাক্কা মেরে ফেলে দেয়। তখন দোকানের ভিতরে এক ব্যক্তি নিজের কাজে ব্যস্ত ছিলেন। দোকানের দেওয়াল মোটা কাচ দিয়ে ঢাকা থাকায় তিনি টের পাননি বাইরে কী ঘটছে।

আচমকাই দোকানের কাচের দেওয়ালে ধাক্কা মারে ট্র্যাক্টরটি। দোকানে থাকা ব্যক্তি চোখ তুলতেই দেখেন চালকবিহীন ট্র্যাক্টরটি কাচের দেওয়ালে অনবরত ধাক্কা মেরে যাচ্ছে। তিনি দরজা খুলে ট্র্যাক্টরটি বন্ধ করতে যান। আর সেই মুহূর্তেই কাচের দেওয়াল ভেঙে সেটি ঢুকে পড়ে দোকানে। বিকট আওয়াজে দোকানের অন্য কর্মীরা ছুটে আসেন। তাঁদের মধ্যে এক জন দৌড়ে গিয়ে ট্র্যাক্টরের ইঞ্জিন বন্ধ করেন। কী ভাবে ট্র্যাক্টরটি নিজে থেকে চলতে শুরু করল তা নিয়ে নানা রকম জল্পনা শুরু হয়ে গিয়েছে। অনেকে আবার এটিকে ‘ভূতুড়ে’ কাণ্ড বলে উল্লেখ করেছেন।

ঘটনাটি উত্তরপ্রদেশের বিজনৌরের কোতোয়ালি থানা এলাকার। বৃহস্পতিবার সেখানে সমাধান দিবস পালন করা হচ্ছিল। সেই অনুষ্ঠানে যোগ দিতে অনেকেই গাড়ি নিয়ে এসেছিলেন। দোকানের সামনে গাড়ি, বাইক পার্ক করা ছিল। পাশাপাশি একটি ট্র্যাক্টরও দাঁড় করানো ছিল। পুলিশ জানিয়েছে, ট্র্যাক্টরটির মালিকের নাম কিষাণ কুমার। ট্র্যাক্টরটি পার্ক করে তিনি অনুষ্ঠানে গিয়েছিলেন। কিন্তু কী ভাবে ট্র্যাক্টর নিজে থেকে চালু গেল তা নিয়ে রহস্য বাড়ছে কোতোয়ালিতে। কিষাণের দাবি, তিনি ট্র্যাক্টরের ইঞ্জিন বন্ধ করে গিয়েছিলেন। তার পরেও কী ভাবে সেটি চালু হল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bijnor Uttar Pradesh Tractor
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE