Advertisement
১৯ মে ২০২৪

বিশেষ প্রতিবন্ধী কামরা ট্রেনে

প্রতিবন্ধী যাত্রীদের যাতে সমস্যায় পড়তে না-হয়, তার জন্য ট্রেনের একটি করে কামরায় বিশেষ সুবিধা রাখার কথা ঘোষণা করল রেল মন্ত্রক। দৃষ্টিহীনদের জন্যও বেশ কিছু সুবিধা থাকবে কামরাগুলিতে।

অমিতাভ বন্দ্যোপাধ্যায়
কলকাতা শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৭ ০৩:০১
Share: Save:

প্রতিবন্ধী যাত্রীদের যাতে সমস্যায় পড়তে না-হয়, তার জন্য ট্রেনের একটি করে কামরায় বিশেষ সুবিধা রাখার কথা ঘোষণা করল রেল মন্ত্রক। দৃষ্টিহীনদের জন্যও বেশ কিছু সুবিধা থাকবে কামরাগুলিতে।

রেল সূত্রের খবর, বিশেষ কামরার দরজার অন্যান্য কামরার চেয়ে চওড়ায় অনেক বেশি (৯২০ মিলিমিটার) হবে। যাতে প্রতিবন্ধীরা সহজেই হুইলচেয়ারে বসে ঢুকতে পারেন। ওই সব কামরায় শয্যাগুলির মধ্যে ব্যবধানও বেশি রাখা হবে। যাতে চার শয্যার একটি কেবিনের মধ্যে সহজেই ঘুরে যেতে পারে ওই সব হুইলচেয়ার। কামরায় হুইলচেয়ার রাখার জায়গাও বরাদ্দ করা হয়েছে।

বিশেষ কামরার শৌচাগারের দরজা হবে দু’পাল্লার। মেঝে এমন ভাবে তৈরি করা হচ্ছে, যাতে কেউ পিছলে না-পড়েন। ভিতরে থাকবে অ্যালার্ম সু্ইচ। দৃষ্টিহীনদের জন্য শয্যা বা আসনের সংরক্ষণ নম্বর ব্রেইল পদ্ধতিতেও লেখা থাকবে। রেলকর্তারা বলছেন, সারা দেশে এখন প্রতিবন্ধীদের ব্যবহারের মতো ৩৪ হাজার কামরা রয়েছে। সেগুলিকেই আপাতত কাজে লাগানো হবে। এ ছাড়া স্টেশনগুলিতে অন্তত একটি করে শৌচাগার যাতে আলাদা ভাবে প্রতিবন্ধীরা ব্যবহার করতে পারেন, তার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Physically Disable
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE