Advertisement
০১ অক্টোবর ২০২৩
Odisha Train Accident

হাওড়া-পুরী থেকে বাতিল বেশ কিছু ট্রেন, কয়েকটি চলবে অন্য পথে

রবিবারও বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। তিনটি ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে। একটি ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে।

image of accident

বালেশ্বরে দুর্ঘটনার মুখে করমণ্ডল এক্সপ্রেস। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ জুন ২০২৩ ২৩:১৫
Share: Save:

ওড়িশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার কারণে শনিবার হাওড়া থেকে দক্ষিণ ভারত গামী বেশ কিছু ট্রেন বাতিল হয়েছে। রবিবারও বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। তিনটি ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে। একটি ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে।

রবিবার অর্থাৎ ৪ জুন যে সব ট্রেন বাতিল—

১২৭০৩ হাওড়া-সেকেন্দরাবাদ এক্সপ্রেস

১২২৪৫ হাওড়া- বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস

১৮০৪৫ শালিমার-হায়দরাবাদ এক্সপ্রেস

২২৮৫৫ সাঁতরাগাছি-তিরুপতি এক্সপ্রেস

১২৮৪১ শালিমার-চেন্নাই সেন্ট্রাল এক্সেপ্রেস

১৮০৩৭ খড়্গপুর-জাজপুর কেওনঝাড় রোড এক্সপ্রেস

১৮০৪৩ হাওড়া-ভদ্রক এক্সপ্রেস

২২৮৮৯ দিঘা-পুরী এক্সপ্রেস

১৮৪০৯ শালিমার-পুরী এক্সপ্রেস

০৮৪১৬ পুরী-জলেশ্বর এক্সপ্রেস

১২৮৯২ পুরী-বাংগ্রিপোসি এক্সপ্রেস

২২২০২ পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস

১৮০২২ খুরদা-খড়্গপুর এক্সপ্রেস

০৮৪১২ ভুবনেশ্বর-বালেশ্বর এক্সপ্রেস

১২৮৩৮ পুরী-হাওড়া এক্সপ্রেস

১২৮০১ পুরী-নয়াদিল্লি এক্সপ্রেস

১২৮৮৮ পুরী-শালিমার এক্সপ্রেস

রবিবার অর্থাৎ ৪ জুন যে সব ট্রেনের পথ পরিবর্তন করা হয়েছে—

১২৬৬৩ হাওড়া-তিরুচিরাপল্লি এক্সপ্রেস

১২৫০৪ আগরতলা-বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস

১৮৪৭৭ পুরী-যোগনগরী স্পেশাল এক্সপ্রেস

রবিবার অর্থাৎ ৪ জুন ১২৮১৯ ভুবনেশ্বর-আনন্দ বিহার সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস দুর্ঘটনার কারণে ৪ ঘণ্টা দেরিতে চলবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE