বেঙ্গালুরুর রাস্তায় বাইক চালিয়ে যাচ্ছিলেন যুবক। ঝড়বৃষ্টিতে বাইকের উপর গাছ উপড়ে পড়ে। তাতে প্রাণ যায় চালকের। সওয়ারি আর এক যুবক গুরুতর আহত। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেঙ্গালুরুর কোরামাঙ্গলা এলাকায় এই ঘটনা হয়েছে। স্থানীয় সিসি ক্যামেরায় ধরা পড়েছে ঘটনা। তাতে দেখা গিয়েছে, বাইকে চেপে যাচ্ছিলেন দুই যুবক। আচমকাই তাঁদের উপর একটি গাছ উপড়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাঁদের দু’জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা চালককে মৃত বলে ঘোষণা করেন। অন্য জনের চিকিৎসা চলছে।
আরও পড়ুন:
গত কয়েক দিন ধরে ভারী বৃষ্টি চলছে বেঙ্গালুরুতে। সঙ্গে ঝোড়ো হাওয়া। মৌসম ভবন ঝড়বৃষ্টি নিয়ে সতর্ক করেছে। জানিয়েছে, আরও কয়েক দিন চলতে পারে। ঝড়ের কারণে শহরের বেশ কিছু গাছ উপড়ে পড়েছে। তৈরি হয়েছে যানজট। স্থানীয় সূত্রে খবর, বৃষ্টিতে দেওয়াল ধসে পড়ে হোয়াইটফিল্ডে একটি বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে। দক্ষিণ বেঙ্গালুরুতে এক প্রৌঢ় এবং শিশুর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।