রাস্তায় কোনও খানাখন্দ নেই। দুই পাশে গাছের সারি। তবে গাছ শুধু রাস্তার দুই পাশে নয়, মাঝেও ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। আর তাতেই বেধেছে গোল! নিত্যদিন ঘটছে দুর্ঘটনা। এ হেন রাস্তা রয়েছে বিহারে। রাজধানী পটনা থেকে ৫০ কিলোমিটার দূরে জহানাবাদে। ১০০ কোটি টাকা খরচ করে সেখানে পটনা-গয়া সড়ক সম্প্রসারণে উদ্যোগী হয় রাজ্য সরকার। সম্প্রসারণ হলেও তা আর মানুষের কাজে আসেনি বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, লাল ফিতের গেরোয় সেই প্রকল্প বিফলে গিয়েছে।
দীর্ঘ দিন ধরে জহানাবাদে এই পটনা-গয়া সড়ক সম্প্রসারণের দাবি তুলেছিলেন স্থানীয়েরা। সেইমতো ১০০ কোটি টাকার প্রকল্পের কাজ শুরু করে জেলা প্রশাসন। রাস্তার ধারে গাছ কাটতে চেয়ে বন দফতরের দ্বারস্থ হয় তারা। বন দফতর শর্ত দেয়, নতুন বনভূমি তৈরির জন্য ১৪ হেক্টর জমি দিতে হবে। জেলা প্রশাসন তা দিতে পারেনি। ফলে বন দফতরও গাছ কাটার অনুমতি দেয়নি।
তবে তাতে দমে যায়নি বিহারের জহানাবাদ প্রশাসন। তারা গাছ রেখেই রাস্তা নির্মাণ করে। ৭.৪৮ কিলোমিটার রাস্তা সম্প্রসারণ করা হয়। কিন্তু তার মাঝেই থেকে যায় গাছ। সেই গাছে ধাক্কা খেয়ে বহু দুর্ঘটনা ইতিমধ্যে হয়েছে ওই রাস্তায়। প্রশ্ন উঠছে, এ ভাবেই কি চলবে? বড় দুর্ঘটনা হলে তার দায় কে নেবে? প্রশাসন যদিও এখনও এই নিয়ে মুখ খোলেনি।