হিমাচলের কাংড়ায় ট্রেকিংয়ে নিষেধাজ্ঞা জারি করল জেলা প্রশাসন। মঙ্গলবার এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, ৩০০০ মিটারের বেশি উচ্চতায় কোনও রকম ট্রেকিং করা যাবে না। ডেপুটি কমিশনার হেমরাজ বৈরওয়া জানিয়েছেন, ট্রেকিং সংক্রান্ত এই নির্দেশিকা জানানো হয়েছে ভ্রমণ সংস্থাগুলিকেও। এ ছাড়াও উদ্ধারকারী দল এবং জেলা বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও সতর্ক নজর রাখতে বলা হয়েছে। কাংড়ার পুলিশ সুপারের কার্যালয় থেকে ট্রেকিং সংক্রান্ত বিষয়ে অনুমতি নিতে হয় পর্যটকদের। বিশেষ করে কারেরি, ত্রিয়ুন্দ এবং আদি হিমানি চামুন্ডা এই পথে ট্রেকিংয়ের জন্য অনুমতি প্রয়োজন হয়। কিন্তু এ বার সেই পথে ট্রেকিংয়ে নিষেধাজ্ঞা জারি করা হল।
জেলা প্রশাসন সূত্রে খবর, আবহাওয়া দুর্যোগপূর্ণ হতে পারে। এমনই পূর্বাভাস পাওয়া গিয়েছে আবহাওয়া দফতরের তরফে। তাই পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই আগেভাগে এই সিদ্ধান্ত নেওয়া হল। তবে রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, ম্যাকলিয়ডগঞ্জ মাউন্টেনিয়ারিং সেন্টার, পুলিশের উদ্ধারকারী দলের ক্ষেত্রে এই নির্দেশিকা প্রযোজ্য নয় বলে জানানো হয়েছে। জেলা পর্যটন দফতরের তরফে ভ্রমণ সংস্থাগুলিকেও সতর্ক করা হয়েছে। প্রসঙ্গত, হিমাচলে তুষারপাত শুরু হয়েছে পাহাড়ের উঁচু অঞ্চলে। আবহাওয়া আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে আগামী দিনে। এই পরিস্থিতিতে যাতে কোনও দুর্ঘটনার শিকার না হন পর্যটকেরা, তাই ৩০০০ মিটারের বেশি উচ্চতায় ট্রেকিংয়ে নিষেধাজ্ঞা জারি করা হল। গত সপ্তাহে দিল্লি থেকে কাংড়ায় ট্রেকিংয়ে গিয়েছিলেন চার পর্যটক। ত্রিয়ুন্দে যাওয়ার সময় তাঁরা পথভ্রষ্ট হন। পরে তাঁদের উদ্ধার করে পুলিশ।