Advertisement
E-Paper

তেল ট্যাঙ্কারের সঙ্গে গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকের ধাক্কা, ভয়াবহ বিস্ফোরণ রাজস্থানের জয়পুর হাইওয়েতে

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন পুলিশ ও জেলাপ্রশাসনের কর্তারা। জয়পুরের আইজি রাহুল প্রকাশ জানিয়েছেন, ঘটনায় এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর মেলেনি। জয়পুর-১ এর সিএমএইচও রবি শেখাওয়াত জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালকের অবস্থাও এখন স্থিতিশীল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৫ ০৯:৫৫
জয়পুর-অজমের হাইওয়েতে বিস্ফোরণের সেই দৃশ্য।

জয়পুর-অজমের হাইওয়েতে বিস্ফোরণের সেই দৃশ্য। ছবি: সংগৃহীত।

গভীর রাতে পর পর বিস্ফোরণ জয়পুর-অজমের হাইওয়েতে! সঙ্গে দাউদাউ করে আগুন। যা নেভাতে বেশ বেগ পেতে হল দমকলকর্মীদের। মঙ্গলবার রাতে জয়পুর-অজমের হাইওয়েতে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, একটি ট্যাঙ্কারের সঙ্গে গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকের সংঘর্ষের জেরেই এই দুর্ঘটনা।

সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে হাইওয়ের ধারে দাঁড়িয়েছিল গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকটি। তখনই আচমকা পিছন থেকে একটি তেলের ট্যাঙ্কার ট্রাকটিকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় ট্যাঙ্কারে। সেই আগুনে একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হতে থাকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় ট্যাঙ্কারের চালক-সহ দু’-তিনজন আহত হয়েছেন। তবে ট্রাকের চালক ও খালাসিরা ফেরার। তাঁদের খোঁজ চলছে। আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন পুলিশ ও জেলাপ্রশাসনের কর্তারা। জয়পুরের আইজি রাহুল প্রকাশ জানিয়েছেন, ঘটনায় এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর মেলেনি। জয়পুর-১ এর সিএমএইচও রবি শেখাওয়াত জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালকের অবস্থাও এখন স্থিতিশীল। অন্য দিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার নির্দেশে ঘটনাস্থলে পৌঁছেছেন উপ-মুখ্যমন্ত্রী প্রেমচাঁদ বৈরওয়া। তিনি জানিয়েছেন, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গিয়েছে। কী ভাবে ওই দুর্ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, মঙ্গলবার রাতে রাস্তার ধারের একটি হোটেলের বাইরে দাঁড়িয়ে ছিল সিলিন্ডারবোঝাই ট্রাকটি। ট্রাকচালক সে সময় খাবার খেতে গিয়েছিলেন। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিতে ধাক্কা মারে একটি ট্যাঙ্কার। প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে চারদিক। বিস্ফোরণের অভিঘাত এমনই ছিল যে, ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূর থেকেও আগুনের শিখা দেখা যাচ্ছিল। বিস্ফোরণের পর কিছু সিলিন্ডার কয়েক মিটার দূরে ছিটকে পড়ে। কিছু ক্ষণ পর এলাকায় পৌঁছোয় পুলিশ ও দমকলবাহিনী। সাময়িক ভাবে হাইওয়েতে যানচলাচলও বন্ধ করে দেওয়া হয়।

Highway Blast LPG cylinder Tanker Accident Jaipur
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy