উত্তরপ্রদেশের বিজেপি বিধায়কের সরকারি আবাসন থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হল। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে এটি আত্মহত্যার ঘটনা। তবে সব দিক খতিয়ে দেখেই তদন্ত শুরু করেছে পুলিশ।
যোগেশ শুক্লা লখনউয়ের বক্সী কি তলব বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক। হজরতগঞ্জে তাঁর সরকারি আবাসনেই থাকতেন ‘আত্মঘাতী’ হওয়া ওই যুবক। বিধায়কের ঘনিষ্ঠমহল সূত্রে জানা গিয়েছে, যোগেশের মিডিয়া টিমের সদস্য ছিলেন ওই যুবক, ২৪ বছর বয়সি শ্রেষ্ঠ তিওয়ারি।
পুলিশের তরফে জানানো হয়েছে, শ্রেষ্ঠ সে রাজ্যের বারাবাঁকি জেলার বাসিন্দা। তবে কয়েক বছর ধরেই বিধায়কের বাড়িতেই থাকতেন তিনি। বিধায়কের মিডিয়া টিমে কাজ পেয়েছিলেন ওই যুবক। সোমবার সকালে বিধায়কের আবাসনে একটি বন্ধ ধরের ভিতর থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
আরও পড়ুন:
নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক ভাবে এটিকে আত্মহত্যার ঘটনা বলেই মনে হচ্ছে। জানা গিয়েছে, পারিবারিক কোনও কারণেই চরম সিদ্ধান্ত নিয়েছেন ওই যুবক। ইতিমধ্যেই যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শুরু হয়েছে তদন্তও। প্রয়োজনে বিধায়ককেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর।