নৌবাহিনীর জাহাজের গোপন তথ্য পাকিস্তানে পাচার করার অভিযোগে গ্রেফতার হল দু’জন। রোহিত (২৯) এবং সন্ত্রী (৩৭) নামে ওই দু’জনকে গত বৃহস্পতিবার উদুপি থেকে ধরেছে কর্নাটক পুলিশ। খবর, তারা দু’জনেই উত্তরপ্রদেশের সুলতানপুরের বাসিন্দা। অভিযোগ, কর্নাটকের উদুপি ও কেরলের কোচির নির্মাণশালায় থাকা নৌবাহিনীর দু’টি জাহাজের বিভিন্ন গোপন তথ্য পাকিস্তানে পাচার করেছিল তারা।
রোহিত কোচি শিপইয়ার্ডে কাজ করত। পরে সে উদুপির শিপইয়ার্ডে ইনসুলেটর হিসেবে কাজ করেছে সাব-কন্ট্রাক্টর কোম্পানির হয়ে। অভিযোগ, কোচিতে থাকাকালীনই গোপন তথ্য পাচার শুরু করে রোহিত। উদুপিতে এসেও তা চালিয়ে গিয়েছে। গত দেড় বছরে এ জন্য কয়েক দফায় টাকা পেয়েছিল সে। তদন্তকারীদের সূত্রে খবর, কোচি শিপইয়ার্ডের কর্মী সন্ত্রীর কাছ থেকেই সে তথ্য জোগাড় করত। উদুপির পুলিশ সুপার হরিরাম শঙ্কর জানিয়েছেন, রোহিত ওয়টস্যাপ মারফত নৌবাহিনীর জাহাজের শনাক্তকরণ সংখ্যা এবং অন্যান্য গোপনীয় বিবরণ পাচার করেছিল।
উদুপি কোচি শিপইয়ার্ডের সিইও-র করা অভিযোগের ভিত্তিতে মালপে থানায় মামলা দায়ের হয়েছে। ধৃতদের ৩ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এই তদন্তে এনআইএ যোগ দিতে পারে বলেজানা গিয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)