লোকালয়ে ভালুকের হানা! যার জেরে শনিবার রাতে আতঙ্ক ছড়াল দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা এলাকায়।
গ্রামে দু’টি কালো ভালুককে দেখা গিয়েছে বলে দাবি করেন স্থানীয়রা। তার পরই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। রবিবার ভোর ৪টে নাগাদ বন দফতরে খবর দেন স্থানীয়রা। খবর পেয়েই ঘটনাস্থলে যান বন দফতরের কর্মীরা।
আরও পড়ুন:
এর পরই ওই এলাকায় দু’টি কালো ভালুককে উদ্ধার করার অভিযান শুরু করেন বন দফতরের কর্মীরা। শেষ মেশ, চার ঘণ্টার চেষ্টায় দু’টি ভালুককে উদ্ধার করে খাঁচাবন্দি করা হয়। হাঁফ ছেড়ে বাঁচেন স্থানীয়রা।
আরও পড়ুন:
বন দফতর সূত্রে খবর, দু’টি ভালুককে উদ্ধার করে শ্রীনগরে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধারের সময় ভালুকগুলির কোনও ক্ষতি হয়নি।