কেউই নিজের ‘ময়দান’ ছাড়তে রাজি নয়। আর সেই ‘ময়দান’ দখলের আকাশেই যুদ্ধে জড়াল দুই ঈগল। উড়তে উড়তে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ল। আকাশে দুই শিকারির যুদ্ধের সেই বিরল দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়। যা ইতিমধ্যে ভাইরাল হয়েছে।
আজাদ সিংহ রাঠৌর নামে টুইটার গ্রাহকের অ্যাকাউন্টে সেই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ইতিমধ্যেই ৪৩ লক্ষ বার দেখা হয়েছে সেই ভিডিয়োটি।
Awesome !!
— Azad Singh Rathore (@AzadBarmer) August 9, 2022
pic.twitter.com/RE3w8Uber6
আরও পড়ুন:
ভিডিয়োতে দেখা যাচ্ছে, কোনও একটি পাহাড়ি এলাকায় একটি ঈগল আচমকাই অন্য একটি ঈগলের উপর ঝাঁপিয়ে পড়ল। তার পরই একটি আর একটির পা দিয়ে পরস্পরকে আঁকড়ে ধরল। সেই অবস্থানেই শূন্যে ডিগবাজি খেতে খেতে নিজেদের শক্তিপরীক্ষায় মেতে উঠল ঈগল দু’টি। প্রায় ২০-৩০ ফুট উপর থেকে পাক খেতে খেতে মাটিতে পড়ার আগেই একে অপরকে ছেড়ে দেয়।