রাস্তা দিয়ে একা হেঁটে যাওয়া দুই মহিলার সামনে এসে দাঁড়াল একটি বাইক। চালক বাইক বসে আছেন। পিছনের আসনে বসে থাকা ব্যক্তি নেমে এসে রাস্তা আটকে দাঁড়ালেন। ভয় পেয়ে রাস্তার এক পাশে সরে যেতেই এক জন মহিলার গলার হার ধরে টানাটানি শুরু করলেন ওই যুবক। নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছেন ওই মহিলা। ও দিকে, লোকজন চলে আসতে পারে, এই ভেবে দা বার করে মহিলার হাতে বসিয়ে দিলেন যুবক! বেঙ্গালুরুর একটি রাস্তার এমনই ভয়ঙ্কর সিসিটিভি ফুটেজ দেখা গিয়েছে। ওই ফুটেজ দেখে দুই অভিযুক্তকেই গ্রেফতার করল পুলিশ।
শুক্রবার বেঙ্গালুরু পুলিশ জানিয়েছে, ঘটনাটি কয়েক সপ্তাহ আগের। গত ১৩ সেপ্টেম্বর রাতে উষা এবং ভরালক্ষ্মী নামে দুই মহিলা গণেশ উৎসব দেখে বাড়ি ফিরছিলেন। রাস্তায় লোকজন বিশেষ ছিলেন না। হঠাৎ দুই মহিলার সামনে একটি বাইক গিয়ে দাঁড়ায়। বাইকটিতে ছিলেন দু’জন। তাঁদের এক জন দুই মহিলার জিনিসপত্র ছিনতাইয়ের চেষ্টা করেন। উষা নামে মহিলাটি ভয় পেয়ে তাঁর গলা থেকে সোনার হার খুলে ছিনতাইকারীর হাতে দিয়ে দেন। তবে ভরালক্ষ্মী বাধা দেন। তাতেই রেগে যান ওই যুবক। দা বার করে মহিলার হাতের দুটো আঙুল কেটে নিয়ে চলে যান তিনি। রক্তাক্ত অবস্থায় চিৎকার করতে থাকেন আক্রান্ত। দুই ছিনতাইকারী পালিয়ে যান। সঙ্গে নিয়ে যান ৫৫ গ্রাম ওজনের সোনার গয়না।
আরও পড়ুন:
পরে থানায় অভিযোগ করেন আক্রান্ত মহিলা। এলাকার সিসিটিভি দেখে দুই অভিযুক্তকে চিহ্নিত করে পুলিশ। জানা যায়, অভিযুক্তদের নাম প্রবীণ এবং যোগেন্দ্র। অবশেষে তাঁদের গ্রেফতার করা হয়েছে।