হিমাচল প্রদেশে একটি ট্রাক খাদে পড়ে গিয়ে মৃত্যু হল দু’জন শ্রমিকের। গুরুতর আহত হয়েছেন এক মহিলা-সহ তিন জন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে সোলান জেলার চাইলের কাছে।
পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে একটি নির্মাণস্থলে যাওয়ার পথে জুব্বার হ্রদের একটি খাদে ওই শ্রমিকবোঝাই ট্রাকটি পড়ে যায়। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। আহত হন তিন জন।
এই ঘটনার পর নিখিল ঠাকুর পুলিশকে জানান, তিনি একজন ঠিকাদারের কাছ থেকে ফোন পেয়েছিলেন যে, কিছু শ্রমিককে একটি ট্রাকে করে নির্মাণস্থলে পাঠানো হচ্ছে এবং তাঁদের সেই স্থানটি দেখানোর নির্দেশ দেওয়া হয়েছিল নিখিলকে। তিনি চাইলের কাছে তাঁদের জন্য অপেক্ষা করছিলেন, সে সময়ে আচমকা একটি শব্দ শুনতে পান। এর পর তিনি দুর্ঘটনাস্থলে পৌঁছে দেখেন ওই ট্রাকটি জুব্বার হ্রদের একটি খাদে পড়ে রয়েছে। ওই দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে চালক-সহ এক নির্মাণ শ্রমিকের। গুরুতর আহত হয়েছেন এক মহিলা-সহ তিন শ্রমিক। এর পর নিখিল দ্রুত পুলিশ এবং অ্যাম্বুল্যান্সে খবর দেন। ওই খাদ থেকে আহতদের উদ্ধার করে সোলানের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃতদেহগুলিকেও ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
এসপি গৌরভ সিংহ জানান, কী ভাবে ওই ট্রাকটি খাদে পড়ে গিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই এই ঘটনায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ধারা ২৮১ (বেপরোয়া গতিতে গাড়ি চালানো), ১২৫ (অন্যের নিরাপত্তা বিপন্ন করা) এবং ১০৬(১) (অবহেলার কারণে মৃত্যু ঘটানো) এর অধীনে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।