Advertisement
১৭ মে ২০২৪
CPI Maoist

দুই মাওবাদীর মৃত্যু হল ছত্তীসগঢ়ের জঙ্গলে, ভোরে যৌথবাহিনীর সঙ্গে গুলি বিনিময়

ছত্তীসগঢ় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রায়পুর থেকে ১৫০ কিলোমিটার দূরে শিকসোড থানার কাড়মে গ্রামের আশপাশের জঙ্গলে গুলির যুদ্ধ শুরু হয় ভোর ৪টে নাগাদ।

দুই মাওবাদীর মৃত্যু ছত্তীসগঢ়ের জঙ্গলে।

দুই মাওবাদীর মৃত্যু ছত্তীসগঢ়ের জঙ্গলে। — ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
রায়পুর শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২২ ১২:০২
Share: Save:

যৌথবাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে নিহত হলেন দুই মাওবাদী সদস্য। সোমবার ভোরে এই ঘটনা ঘটেছে ছত্তীসগঢ়ের কাঁকের এলাকায়। তল্লাশি চালিয়ে মাওবাদীদের ব্যবহৃত আগ্নেয়াস্ত্রও উদ্ধার করেছে বাহিনী।

ছত্তীসগঢ় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রায়পুর থেকে ১৫০ কিলোমিটার দূরে শিকসোড থানার কাড়মে গ্রামের আশপাশের জঙ্গলে গুলির যুদ্ধ শুরু হয় ভোর ৪টে নাগাদ। ওই এলাকায় তল্লাশি চালাচ্ছিল ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর যৌথ বাহিনী। বাহিনীর সূত্রে জানা গিয়েছে, আচমকা তাদের উপর গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা জবাব দেন বাহিনীর সদস্যরাও। কিছু ক্ষণ ধরে চলে গুলির লড়াই। এর পর আচমকা তা থেমে যায়। ঘটনাস্থল থেকে দুই জনের দেহ উদ্ধার করেন বাহিনীর সদস্যরা।

তবে নিহতদের পরিচয় জানা যায়নি এখনও। তাঁদের পরিচয় জানার চেষ্টা হচ্ছে। পাশাপাশি, ওই এলাকায় চালানো হচ্ছে তল্লাশিও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CPI Maoist police Maoist
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE