Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Meghalaya TMC

তৃণমূলের এক-সহ তিন বিধায়কের পদত্যাগ মেঘালয়ে, বিজেপিতে যোগদানের ইঙ্গিত

গত বছরের নভেম্বরে ১১ জন কংগ্রেস বিধায়ককে নিয়ে দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মুকুল সাংমা। সেই তালিকাতেই ছিলেন মৌসিনরামের বিধায়ক সাংপ্লিয়াং।

প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমার হাত ধরে তৃণণূল যোগ দিয়েছিলেন এগারো কংগ্রেস বিধায়ক।

প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমার হাত ধরে তৃণণূল যোগ দিয়েছিলেন এগারো কংগ্রেস বিধায়ক। ছবি সংগৃহীত।

সংবাদ সংস্থা
শিলং শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২২ ২৩:১২
Share: Save:

আর মাস তিনেক পরেই মেঘালয়ে বিধানসভা ভোট হওয়ার কথা। তার আগে সোমবার হঠাৎ পদত্যাগ করলেন সে রাজ্যের তিন বিধায়ক। এঁদের মধ্যে শাসক দল ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) দুই বিধায়কের পাশাপাশি রয়েছেন প্রধান বিরোধী দল তৃণমূলের এক বিধায়কও।

রাজনৈতিক সূত্রের খবর, পদত্যাগী বিধায়কেরা বিজেপিতে যোগ দিতে পারেন। মেঘালয় বিধানসভা সচিব অ্যান্ড্রু সাইমন সোমবার জানিয়েছেন, পদত্যাগী বিধায়কদের মধ্যে এনপিপির ফেরলিন সাংমা এবং বেনেডিক মারাকের পাশাপাশি রয়েছেন তৃণমূলের সাংপ্লিয়াং। তাঁদের সকলেরই ইস্তফা গৃহীত হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে ১১ জন কংগ্রেস বিধায়ককে নিয়ে দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মুকুল সাংমা। সেই তালিকাতেই ছিলেন মৌসিনরামের বিধায়ক সাংপ্লিয়াং। সোমবার তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উন্নয়ন কর্মসূচির প্রতি আমাদের আস্থা রয়েছে। তাই আমরা তিন জন দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC meghalaya Mukul Sangma
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE