দোকানে জিনিসপত্র কেনার সময় মাঝেমধ্যেই ক্রেতাকে দোকানদারের সঙ্গে টাকাপয়সা নিয়ে দরদাম করতে দেখা যায়। কিন্তু বেঙ্গালুরুর একটি চায়ের দোকানে বৃহস্পতিবার এক ভয়াবহ ঘটনা ঘটে। প্রথমে দোকানদারের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় তার পর মারপিট পর্যন্ত গড়িয়ে যায়। দুই দোকানদারের উপর ঝাঁপিয়ে পড়েন এক ক্রেতা। শুধু তা-ই নয়, বাইরে থেকে আরও দু’জন এসে দোকানে ভাঙচুরও শুরু করেন। বেঙ্গালুরুর কুন্দলহল্লি এলাকার একটি দোকানে ঘটনাটি ঘটে। দোকানের সিসিটিভি ফুটেজে পুরো ঘটনাটি ধরা পড়ে।
আরও পড়ুন:
ফুটেজে দেখা যায়, ঝগড়া করতে করতে দোকানদারের উপর ঝাঁপিয়ে পড়েন এক ক্রেতা। অন্য দোকানদার মারপিট থামাতে গেলে তাঁকেও মারতে শুরু করে দেন ওই ক্রেতাটি। বাইরে থেকে আরও দু’জন দোকানের ভিতর ঢুকে দোকানদারদের উপর চড়াও হন। হেলমেট দিয়ে দোকানদারদের মাথায় আঘাত করতে থাকেন। বেঙ্গালুরু পুলিশ তিন জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। ৩ অভিযুক্তকে গ্রেফতারও করেছে পুলিশ।