Advertisement
০২ মে ২০২৪

আন্দামানে জোড়া সৌর বিদ্যুৎকেন্দ্র

ছোট ছোট সৌর বিদ্যুৎকেন্দ্র অনেক রাজ্যেই আছে। পরিবেশ বাঁচাতে এ বার আন্দামানে বিশাল মাপের সৌর বিদ্যুৎকেন্দ্র তৈরি করতে চাইছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় অপ্রচলিত শক্তি মন্ত্রক সূত্রের খবর, আন্দামানের মংলুটাং এবং চিড়িয়াটাপুতে দু’টি সৌর বিদ্যুৎকেন্দ্র গড়া হবে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৭ ০৩:৫৫
Share: Save:

ছোট ছোট সৌর বিদ্যুৎকেন্দ্র অনেক রাজ্যেই আছে। পরিবেশ বাঁচাতে এ বার আন্দামানে বিশাল মাপের সৌর বিদ্যুৎকেন্দ্র তৈরি করতে চাইছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় অপ্রচলিত শক্তি মন্ত্রক সূত্রের খবর, আন্দামানের মংলুটাং এবং চিড়িয়াটাপুতে দু’টি সৌর বিদ্যুৎকেন্দ্র গড়া হবে। তা থেকে মোট ২৫ মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করা যাবে। এখন ডিজেল পুড়িয়ে তৈরি ৪৭ মেগাওয়াট তাপবিদ্যুতেই আন্দামান-নিকোবরের চাহিদা মেটানো হয়। সৌর বিদ্যুৎকেন্দ্র চালু হলে অর্ধেক ডিজেল পোড়াতে হবে। দেশের মধ্যে এত বড় মাপের সৌর বিদ্যুৎ প্রকল্প আন্দামানেই প্রথম গড়ে তোলা হচ্ছে বলে মন্ত্রকের কর্তাদের দাবি।

আন্তর্জাতিক জলবায়ু বদল সম্পর্কিত সম্মেলনে পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির শর্ত মেনে চুক্তি সই করেছে ভারত। সেই চুক্তি মাথায় রেখে দেশের নানা প্রান্তে পরিবেশবান্ধব বিদ্যুতের উৎপাদন বাড়াতে চাইছে কেন্দ্র। আন্দামানকে পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলার পিছনেও সেই যুক্তি, সেই ভাবনা কাজ করেছে বলে জানাচ্ছেন পরিবেশবিদেরা। অপ্রচলিত শক্তি মন্ত্রকের খবর, আন্দামান পরিবেশগত দিক থেকে সংবেদনশীল এলাকা। প্রচুর পর্যটক সমাগম হয় সেখানে। তাই সেখানে বিদ্যুৎ তৈরিতে ডিজেল পোড়ানোর মতো দূষণ সৃষ্টিকারী প্রক্রিয়ায় রাশ টানাও প্রয়োজন ছিল।

ওই মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, সৌর বিদ্যুৎকেন্দ্র গড়ার দায়িত্ব দেওয়া হয়েছে ন্যাশনাল থার্মাল পাওয়ার স্টেশন (এনটিপিসি)-কে। গ্রিডের সঙ্গে সংযুক্তির পাশাপাশি ব্যাটারিতে ‘ব্যাকআপ’ নেওয়ার ব্যবস্থাও থাকবে। মংলুটাঙে ১৭ মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করা যাবে। চিড়িয়াটাপুতে আট মেগাওয়াট। তবে ওই বিদ্যুৎকেন্দ্র তৈরিতে কত খরচ পড়বে, তা জানা যায়নি। ওই কেন্দ্র তৈরি হলে আন্দামানে বিদ্যুতের খরচও কমবে। আগামী জুনের মধ্যে বিদ্যুৎকেন্দ্র দু’টি তৈরি হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Solar Power Plant Andaman
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE