দুই অসমসাহসী যুবকের সাহায্যেই উদয়পুরের দর্জি কানহাইয়া লালের খুনের দুই প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ। বস্তুত গত ২৮ জুন, মঙ্গলবার সন্ধ্যায় খুনের ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই স্থানীয় গ্রামবাসীদের সাহায্যে উদয়পুর লাগোয়া রাজসমন্দ জেলা থেকে রিয়াজ হুসেন আখতারি এবং মহম্মদ গৌস নামে ওই দুই অভিযুক্তকে প্রাণের ঝুঁকি নিয়ে পাকড়াও করেছিলেন প্রহ্লাদ সিংহ এবং শক্তি নামে দুই যুবক।
গত মঙ্গলবার কানহাইয়ার দোকানে ঢুকে তাঁকে গলা কেটে খুন করার অভিযোগ ওঠে রিয়াজ এবং গৌসের বিরুদ্ধে। সেই খুনের ভিডিয়োও তোলেন তাঁরা। সেই ভিডিয়ো পোস্ট করে কাজ ‘সফল’ হয়েছে বলে ঘোষণা করেন রিয়াজরা। এর কয়েক ঘণ্টা পরেই ধরা পড়ে যান দু’জন। পরে খুনের ষড়যন্ত্রের অভিযোগে পরে আরও দু’জনকে গ্রেফতার করা হয়।