সোশ্যাল মিডিয়াই তিনি বরাবরই উচ্চকণ্ঠ। তা সে বিরোধীদের খোঁচা দিতেই হোক কিংবা ক্রিকেটীয় বিষয়ে বিশ্লেষণ। সোশ্যাল মিডিয়াতেই তাঁর কলমের খোঁচা খেয়েছেন রাজ্যপালও। এ বার সেই তালিকায় যুক্ত হলেন বিজেপি নেতারা। এ ক্ষেত্রে উপলক্ষ উন্নাওয়ের ধর্ষণ কাণ্ড। তিনি হলেন কোচবিহারের দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ।
কয়েক দিন আগে উন্নাওয়ের ধর্ষিতার গাড়ি ট্রাকে পিষে দেওয়ার ঘটনা ঘটে। সেই প্রসঙ্গেই বিজেপি নেতাদের বিরুদ্ধে মঙ্গলবার রাতে ফেসবুকে উদয়ন একটি পোস্ট করেন। তার ভাষা যে অত্যন্ত কদর্য, তা ওই বক্তব্যের প্রতিক্রিয়াতেই স্পষ্ট হয়ে যায়। রাজ্যের প্রাক্তন মন্ত্রী কমল গুহের পুত্রের ওই বক্তব্য দেখে এক জন মন্তব্য করেন, ‘ঘটনাটি নিঃসন্দেহে নিন্দনীয়। কিন্তু একটু ভাষা সংযত হলে ভাল হয়...।’ অন্য এক জন লেখেন, ‘আমি সত্যি বিশ্বাস করতে পারছি না..। এখনও ভাবছি, পোস্টটা কি আপনি করেছেন...। নাকি অন্য কেউ...।’
রাতে পোস্টটি ফেসবুকে থাকলেও পরে তা সরিয়ে নেন উদয়নবাবু। তবে কেন তিনি এমন মন্তব্য করলেন, তার কোনও ব্যাখ্যা দিতে চাননি তৃণমূল বিধায়ক। তাঁর মতে, ‘‘বিষয়টি যখন ডিলিট করা হয়েছে, আর তা নিয়ে কোনও বক্তব্য নয়।’’