Advertisement
E-Paper

‘মরাঠি বলব না’! রুখে দাঁড়ানোয় অটোচালককে মার উদ্ধব-রাজের সমর্থকদের, বাধ্য করা হল ক্ষমা চাইতেও

সাম্প্রতিক সময়ে ভাষা বিতর্কে তোলপাড় মহারাষ্ট্র। মরাঠি ভাষায় কথা না বলার জন্য একের পর এক হামলার ঘটনা প্রকাশ্যে আসছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৫ ১৩:৪৩
Uddhav Thackeray and Raj Thackeray supporters thrash an auto driver

প্রকাশ্যে অটোচালককে মারধরের অভিযোগ মহারাষ্ট্রে। ছবি: এক্স (সাবেক টুইটার)।

হিন্দি বলায় আবার মহারাষ্ট্রে নিগ্রহের ঘটনা। এ বার এক অটোচালককে মারধরের অভিযোগ উঠল উদ্ধব ঠাকরে সমর্থিত শিবসেনা (ইউবিটি) এবং রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) সমর্থকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভিরার স্টেশনের কাছে।

দিন কয়েক আগে এই অটোচালকের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল সমাজমাধ্যমে। ভবেশ পাড়োলিয়া নামে এক ব্যক্তি ভিডিয়োটি প্রথম সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন। সেই ভিডিয়োয় দেখা যায় ওই অটোচালক মরাঠিতে কথা বলতে অস্বীকার করছেন। ওই অটোচালক জানান, তিনি হিন্দি এবং ভোজপুরি ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

অভিযোগ, শনিবার সেই অটোচালককে ভিরার স্টেশনের কাছে ঘিরে ধরেন শিবসেনা (ইউবিটি) এবং এমএনএস-এর সমর্থকেরা। কেন মরাঠি ভাষায় কথা বলতে চাননি, এই প্রশ্ন তোলেন তাঁরা। শুরু হয় বচসা। তার মধ্যেই ওই অটোচালককে ধরে মারধর করা হয় বলে অভিযোগ। চড়, কিল, ঘুষি— কিছুই বাদ যায়নি। শুধু তা-ই নয়। প্রকাশ্যে তাঁকে ক্ষমা চাইতে বাধ্য করেন শিবসেনা (ইউবিটি) এবং এমএনএস-এর সমর্থকেরা!

শিবসেনা (ইউবিটি)-র ভিরারের প্রধান উদয় যাদব ঘটনাপ্রসঙ্গে বলেন, ‘‘যদি কেউ মরাঠি ভাষা, মহারাষ্ট্র বা মরাঠাদের অপমান করার সাহস দেখান, তবে তাঁদের শিবসেনা স্টাইলে জবাব দেওয়া হবে। আমরা চুপ করে থাকব না। ওই অটোচালক মহারাষ্ট্র সম্পর্কে খারাপ কথা বলার সাহায্য দেখিয়েছিলেন। তাই তাঁকে উচিত শিক্ষা দেওয়া হয়েছে।’’ যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়নি। পালঘর জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে ভাষা বিতর্কে তোলপাড় মহারাষ্ট্র। মরাঠি ভাষায় কথা বলতে অস্বীকার করায় একের পর এক হামলার ঘটনা প্রকাশ্যে আসছে। গত পয়লা জুলাই ঠাণেতে এক খাবার বিক্রেতাকে মারধর করার অভিযোগ উঠেছিল রাজ ঠাকরের দলের সমর্থকদের বিরুদ্ধে। ওই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ, পাল্টা প্রতিবাদে সরগরম মরাঠাভূম।

মহারাষ্ট্রে বিজেপি-শিন্ডেসেনা-এনসিপি (অজিত)-এর জোট সরকার সম্প্রতি জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুসারে স্কুলে ‘তিন ভাষা’ বাধ্যতামূলক করার চেষ্টা করেও প্রবল বিরোধিতার জেরে পিছু হটেছে। তৃতীয় ভাষা হিসেবে হিন্দি বাধ্যতামূলক করার নির্দেশিকা প্রত্যাহার করে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের সরকার। সেই ‘বিজয়’ উপলক্ষে ওরলিতে এই ‘আওয়াজ মারাঠিচা’ (মারাঠি কণ্ঠস্বর) সমাবেশের আয়োজন করেছিল উদ্ধব এবং রাজের দল।

Maharashtra Uddhav Thackeray Raj Thackeray
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy