Advertisement
২৫ এপ্রিল ২০২৪
UGC

UGC: ২১ বিশ্ববিদ্যালয়কে ‘ভুয়ো’ ঘোষণা করল ইউজিসি, তালিকায় রয়েছে বাংলার দুই

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জানিয়ে দিয়েছে, অনুমোদনহীন এই ‘ভুয়ো’ বিশ্ববিদ্যালয়গুলি পড়ুয়াদের ডিগ্রি বা শংসাপত্র দিতে পারবে না।

ইউজিসির সদর দফতর (ফাইল চিত্র)।

ইউজিসির সদর দফতর (ফাইল চিত্র)।

নিজস্ব প্রতিবেদন
নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২২ ১৩:০৮
Share: Save:

দেশের ২১টি বিশ্ববিদ্যালয়কে ‘ভুয়ো’ বলে ঘোষণা করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। কমিশনের সচিব রজনীশ জৈনের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই কথা জানানো হয়। এই ২১টি প্রতিষ্ঠানের মধ্যে কলকাতার দু’টি বিশ্ববিদ্যালয়ও আছে। এগুলি হল চৌরঙ্গী রোডের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অলটারনেটিভ মেডিসিন এবং ঠাকুরপুকুরের ইনস্টিটিউট অব অলটারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ।

এ ছাড়াও দিল্লির ৮টি, উত্তরপ্রদেশের ৪টি, ওড়িশার ২টি, কর্নাটকের ১টি, কেরলের ১টি, মহারাষ্ট্রের ১টি, অন্ধ্রপ্রদেশের ১টি এবং পুদুচেরির ১টি বিশ্ববিদ্যালয়ও এই তালিকায় রয়েছে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

এই ভুয়ো, অনুমোদনহীন বিশ্ববিদ্যালয়গুলি ইউজিসির নিয়ম মেনে চলে না বলেও জানানো হয়েছে। ইউজিসি জানিয়ে দিয়েছে, এই বিশ্ববিদ্যালয়গুলি পড়ুয়াদের ডিগ্রি বা শংসাপত্র দিতে পারবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

UGC Fake university
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE