Advertisement
২৬ এপ্রিল ২০২৪
UGC

কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলতে আচরণবিধি

পড়াশোনা ও চাকরির কথা ভেবে চূড়ান্ত বর্ষের পড়ুয়াদেরও আসতে দেওয়া যেতে পারে।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২০ ০৪:২৬
Share: Save:

করোনা পরিস্থিতিতে বন্ধ স্কুল-কলেজ খোলার বিষয়ে আচরণবিধি প্রকাশ করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় সাহায্যপ্রাপ্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির ক্যাম্পাস খোলার বিষয়টি উপাচার্য ও সংশ্লিষ্ট প্রধানদের সিদ্ধান্তের উপরে ছাড়া হয়েছে। তবে রাজ্যের বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে ক্লাস চালুর বিষয়টি সংশ্লিষ্ট রাজ্য সরকারের উপরে নির্ভর করবে বলে ওই নির্দেশিকায় জানানো হয়েছে।

মাস্ক পরা, পারস্পরিক দূরত্বের মতো কোভিড-স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পাস খোলা যাবে বলে জানানো হয়েছে আচরণবিধিতে। তবে সেই কলেজ বা বিশ্ববিদ্যালয় হতে হবে কন্টেনমেন্ট এলাকার বাইরে। কন্টেনমেন্ট এলাকার বাসিন্দারা এখন শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারবেন না। যাঁরা কলেজ-বিশ্ববিদ্যালয়ে আসছেন, তাঁদেরও কন্টেনমেন্ট এলাকায় যাওয়া উচিত নয়। ‘আরোগ্য সেতু’ অ্যাপ ডাউনলোডের কথাও বলা হয়েছে।

ইউজিসি বলেছে, বিজ্ঞান ও প্রযুক্তি শাখায় স্নাতকোত্তর ও গবেষণার সঙ্গে যুক্ত পড়ুয়াদের সংখ্যা তুলনামূলক ভাবে কম থাকে। ফলে পারস্পরিক দূরত্ববিধি মেনে তাঁদের হাজির করানোটা সহজ। পড়াশোনা ও চাকরির কথা ভেবে চূড়ান্ত বর্ষের পড়ুয়াদেরও আসতে দেওয়া যেতে পারে। তবে বিষয়টি নির্ভর করছে প্রতিষ্ঠানের প্রধানের উপরে। এ ছাড়া করোনা পরিস্থিতিতে আটকে পড়া বিদেশি পড়ুয়াদের জন্য আলাদা পরিকল্পনা তৈরি রাখতে বলেছে ইউজিসি।

আচরণবিধিতে আরও বলা হয়েছে, একান্ত প্রয়োজন হলে তবেই স্বাস্থ্যবিধি মেনে হস্টেল খোলা যাবে। তবে হস্টেলের এক ঘরে একাধিক পড়ুয়ার থাকাটা অনুমোদনযোগ্য নয়। করোনার উপসর্গযুক্ত পড়ুয়াদের কোনও পরিস্থিতিতেই হস্টেলে থাকতে দেওয়া যাবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

UGC Coronavirus COVID-19
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE