Advertisement
০৪ মে ২০২৪

বন্ধ সাফাই, নরক হাফলং

বকেয়া এক বছরের বেতনের দাবিতে ৪ অক্টোবর থেকে কর্মবিরতি পালন করছেন হাফলং টাউন কমিটির ৩৯ জন সাফাইকর্মী। তাতেই কার্যত জঞ্জালে ভরেছে গোটা শহর। ১৩ দিন ধরে বন্ধ সাফাই। দুর্গন্ধে নাজেহাল শহরবাসী।

নিজস্ব সংবাদদাতা
হাফলং শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৬ ০৩:২৮
Share: Save:

বকেয়া এক বছরের বেতনের দাবিতে ৪ অক্টোবর থেকে কর্মবিরতি পালন করছেন হাফলং টাউন কমিটির ৩৯ জন সাফাইকর্মী। তাতেই কার্যত জঞ্জালে ভরেছে গোটা শহর। ১৩ দিন ধরে বন্ধ সাফাই। দুর্গন্ধে নাজেহাল শহরবাসী। ছড়িয়েছে রোগ ছড়ানোর আশঙ্কাও। নাক-মুখে কাপড় বেঁধে রাস্তায় নামছেন নাগরিকরাও। তাতেও স্বস্তি নেই। রাস্তা থেকে ফুটপাত— চারদিকে জঞ্জাল। দুর্গাপুজোর সময়ও জঞ্জাল সরাতে উদ্যোগী হয়নি জেলা প্রশাসন। নীরব পার্বত্য পরিষদ কর্তৃপক্ষও।

বেতনের দাবিতে ১৪ সেপ্টেম্বরও ধর্মঘট শুরু করেছিলেন সাফাইকর্মীরা। টাউন কমিটি কর্তৃপক্ষ তখন আশ্বাস দিয়েছিলেন, ১ অক্টোবরের মধ্যে বেতন মিটিয়ে দেওয়া হবে। কিন্তু বাস্তবে তা হয়নি। পুজোর আগে বেতন না পেয়েই কর্মবিরতি শুরু করেন সাফাইকর্মীরা।

টাউন কমিটির চেয়ারম্যান অনিল দাওলাগোপু সাফাইকর্মীদের বেতন সমস্যা কবে মিটবে, তা নিয়ে স্পষ্ট কিছু জানাতে পারেননি। সাফাইকর্মীদের বক্তব্য, আগের বার বেতনের আশ্বাস পেয়ে তাঁরা ধর্মঘট প্রত্যাহার করেছিলেন। এ বার তা করা হবে না। বেতন হাতে না পাওয়া পর্যন্ত কাজে ফিরবেন না কেউ।

আজ ডিমা হাসাও জেলা বিজেপির নেতা-কর্মীরা হাফলং শহরের কয়েকটি অংশে সাফাই অভিযান চালায়। সাফাইকর্মীদের কর্মবিরতি নিয়ে জেলা প্রশাসন, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ ও হাফলং টাউন কমিটির ভুমিকায় ক্ষুব্ধ শহরবাসী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Haflong Clean city
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE