Advertisement
২১ মার্চ ২০২৩
Indian Budget 2023-24

উত্তপ্ত সর্বদল বৈঠক, মঙ্গলবার শুরু দ্বিতীয় মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন

মঙ্গলবার সংসদে আর্থিক সমীক্ষা পেশ হবে। বুধবার নরেন্দ্র মোদী সরকারের দ্বিতীয় মেয়াদের শেষ পূর্ণাঙ্গ বাজেট প্রস্তাব পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

নরেন্দ্র মোদী সরকারের দ্বিতীয় দফার শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন।

নরেন্দ্র মোদী সরকারের দ্বিতীয় দফার শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৩ ২১:২৯
Share: Save:

রাষ্ট্রপতির দ্রৌপদী মুর্মুর বক্তৃতা দিয়ে মঙ্গলবার শুরু হচ্ছে সংদদের বাজেট অধিবেশনের প্রথম পর্ব। তার আগে সংসদীয় প্রথা মেনে সোমবারের সর্বদল বৈঠকেই আগাম অশান্তির আঁচ মিলল।

Advertisement

আমেরিকার সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ শিল্পপতি গৌতম আদানির সংস্থার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ, গুজরাত দাঙ্গায় মোদীর ‘ভূমিকা’ নিয়ে বিবিসির তথ্যচিত্রে সরকারি খাঁড়া এবং জাতভিত্তিক গণনার মতো বিষয়গুলি নিয়ে সরব হলেন বিরোধীরা। কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীদের সঙ্গে কয়েক দফায় বিরোধী সাংসদদের বাদানুবাদও হয় সর্বদল বৈঠকে।

মঙ্গলবার সংসদে আর্থিক সমীক্ষা পেশ হবে। বুধবার মোদী সরকারের দ্বিতীয় মেয়াদের শেষ পূর্ণাঙ্গ বাজেট প্রস্তাব পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার পর ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সংসদের প্রথম দফার বাজেট অধিবেশন। কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রক জানিয়েছে, আগামী ১৩ মার্চ ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হবে। চলবে ৬ এপ্রিল পর্যন্ত।

করোনা পরবর্তী পর্বে আর্থিক বৃদ্ধির গতি ধরে রাখতে নরেন্দ্র মোদী সরকার কোন পথে হাঁটে তার উত্তর এই অধিবেশনে পাওয়া যেতে পারে। পাশাপাশি, ২০২৩ সালে ১০টি রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কোনও জনমোহিনী প্রকল্প ঘোষণা করেন কি না, সে দিকেও তাকিয়ে রয়েছে দেশ। আগামী বছর লোকসভা ভোট থাকায় ভোট অন অ্যাকাউন্ট পেশ করতে পারেন অর্থমন্ত্রী।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.