E-Paper

জেন জ়ি কারও একার নয়: ধর্মেন্দ্র

সম্প্রতি বিরোধী দলনেতা রাহুল গান্ধী দাবি করেছিলেন, জেন জ়েড শাসক বিজেপির সঙ্গে নেই এবং তারা অবশ্যই দেশের সংবিধানকে রক্ষা করবে। কিন্তু সম্প্রতি দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে চারটি প্রধান পদই এবিভিপি জিতেছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৩২
আইআইটি মাদ্রাজের একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।

আইআইটি মাদ্রাজের একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। —ফাইল চিত্র।

নতুন প্রজন্ম বা জেন জ়েড কারও একচেটিয়া সম্পত্তি নয় বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। একটি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি ওই কথা বলেন। ইতিমধ্যে আসর আরও সরগরম হয়েছে কংগ্রেস নেতা মণীশ তিওয়ারির কথায়। তিনিও নতুন প্রজন্ম ‘নেপো কিড’দের পছন্দ করে না বলে মন্তব্য করায় বিজেপি ঘুরিয়ে রাহুল গান্ধীকে আক্রমণ করেছে।

সম্প্রতি বিরোধী দলনেতা রাহুল গান্ধী দাবি করেছিলেন, জেন জ়েড শাসক বিজেপির সঙ্গে নেই এবং তারা অবশ্যই দেশের সংবিধানকে রক্ষা করবে। কিন্তু সম্প্রতি দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে চারটি প্রধান পদই এবিভিপি জিতেছে। সে কথা মনে করিয়ে ধর্মেন্দ্র বলেছেন, ‘‘ফলাফলেই বোঝা যাচ্ছে। জেন জ়ি কারও একচেটিয়া নয়। জেন জ়ি ভারতের পক্ষে আর ভারতের প্রতিনিধি প্রধানমন্ত্রী মোদী।’’ দিল্লি বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেবও দিল্লি বিশ্ববিদ্যালয়ের জয়কে রাহুলের দাবির পরিপন্থী বলে দাবি করেছেন আগেই।

এরই মধ্যে এ দিন সকালে মণীশ তিওয়ারি সমাজমাধ্যমে লেখেন দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশে রাজনৈতিক পালাবদল এবং বিক্ষোভের প্রসঙ্গ টেনে লেখেন, জেন এক্স-ওয়াই-জ়েড কেউই স্বত্বাধিকার বা এনটাইটলমেন্ট পছন্দ করে না। স্বজনপোষণ বা নেপোটিজ়ম-এর সুবিধা নেওয়া সন্তানদের ভাল চোখে দেখে না। জবাবে বিজেপি সঙ্গে সঙ্গে রাহুল গান্ধীর উদাহরণ টেনেছে। রাহুলকে সবচেয়ে বড় ‘নেপো কিড’ হিসাবে বর্ণনা করেছে। বিজেপি আইটি সেল-এর প্রধান অমিত মালবীয় দাবি করেছেন, ‘‘জেন জ়েড তো ছেড়েই দেওয়া গেল, কংগ্রেসের প্রবীণেরাও রাহুলের রাজনীতিতে বীতশ্রদ্ধ।’’ মণীশের অবশ্য পাল্টা খোঁচা, ‘‘কেউ কেউ আছেন, যাঁরা কোনও দিন বড়হন না।’’ সংবাদ সংস্থা

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Dharmendra Pradhan Generation Z Rahul Gandhi Union Education Minister

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy