অসমের সঙ্গে ভুটান ও বাংলাদেশের জলপথ-বাণিজ্য উন্নত করার লক্ষ্যে আজ এই রাজ্যের যোগীঘোপায় অভ্যন্তরীণ জলপথ টার্মিনালের উদ্বোধন করলেন কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন ভুটানের শিল্প, বাণিজ্য ও নিয়োগ মন্ত্রী লিয়োনপো নামগিয়াল দোর্জি। এই উপলক্ষে ১১০ টন কয়লা এবং পাথরের টুকরো নিয়ে ‘এমভি ত্রিশূল’ নামে একটি জাহাজ এবং ‘অজয়’ এবং ‘দীক্ষা’ নামে দু’টি বার্জ বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করে।
২০২১ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এই টার্মিনালের অবস্থান ভুটানের গেলেফু মাইন্ডফুলনেস সিটি থেকে ৯১ কিলোমিটার দূরে, বাংলাদেশ সীমান্ত থেকে ১০৮ কিলোমিটার দূরে এবং গুয়াহাটি থেকে ১৪৭ কিলোমিটার দূরে। সোনোয়াল বলেন, ‘‘আজ দেশের জলপথ পরিবহণ ক্ষেত্রে একটি ঐতিহাসিক দিন। কৌশলগত গুরুত্বের জন্য বাংলাদেশ ও ভুটানের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নত করতে এই জলবন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।’’
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)