মোদী সরকারের বন্যা নিয়ন্ত্রণ খাতে যথেষ্ট অর্থ না থাকায় পশ্চিমবঙ্গের ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ মঞ্জুর করা হয়নি বলে কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রক সংসদে মেনে নিল। কেন্দ্রীয় জলশক্তি প্রতিমন্ত্রী রাজভূষণ চৌধরি আজ লোকসভায় তৃণমূল সাংসদ দেবের প্রশ্নের লিখিত উত্তরে জানিয়েছেন, কেন্দ্রের বন্যা নিয়ন্ত্রক প্রকল্পে মাত্র ৩০০ কোটি টাকার সীমিত অর্থ বরাদ্দ রয়েছে। তাই ঘাটালের বন্যা নিয়ন্ত্রণের পরিকল্পনা কার্যকর জন্য কেন্দ্র অর্থ বরাদ্দ করতে পারেনি।
মন্ত্রকের যুক্তি, পশ্চিমবঙ্গ সরকার বন্যার ঝুঁকির মাপকাঠিতে নদী ও জলাশয় সংলগ্ন এলাকাকে চিহ্নিত করার জন্য ‘ফ্লাড প্লেন জ়োনিং’-এর কাজও করেনি। কেন্দ্রের বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে অর্থ মঞ্জুরের শর্ত হল, এই ‘ফ্লাড প্লেন জ়োনিং’-এর জন্য যে সব রাজ্য আইন তৈরি করেছে বা সরকারি নির্দেশিকা জারি করেছে, সেখানেই অর্থ মঞ্জুর হবে।
আজ লোকসভাতেও জলশক্তি মন্ত্রক জানিয়েছে, রাজ্য সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে, তারা চাইলে বাইরের অর্থ সাহায্য নেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখতে পারে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী চন্দ্রকান্ত আর পাটিল গত মাসেই এ কথা বলেছিলেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)