সংসদের বাদল অধিবেশনের জন্য দিনক্ষণ ঘোষণা করে দিল কেন্দ্রীয় সরকার। ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সংসদে আলোচনার জন্য বিশেষ অধিবেশনের দাবিতে গত বেশ কয়েক দিন ধরে সরব রয়েছে তৃণমূল-সহ বিরোধী রাজনৈতিক দলগুলি। তবে সে বিষয়ে কেন্দ্রের তরফে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি। এরই মধ্যে বুধবার সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বাদল অধিবেশনের দিনক্ষণ ঘোষণা করেছেন। আগামী ২১ জুলাই থেকে শুরু হবে সংসদের বাদল অধিবেশন। চলবে ১২ অগস্ট পর্যন্ত।
‘অপারেশন সিঁদুর’ নিয়ে সংসদে আলোচনা চাইছে বিরোধী রাজনৈতিক দলগুলি। সংসদের বিশেষ অধিবেশনের দাবিতে মঙ্গলবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একযোগে চিঠি পাঠিয়েছে দেশের ১৬টি বিরোধী রাজনৈতিক দল। তালিকায় রয়েছে কংগ্রেস, তৃণমূল, সিপিএম, আরজেডি, সমাজবাদী পার্টি-সহ অন্যেরা। আম আদমি পার্টিরও একই বিষয়ে পৃথক ভাবে একটি চিঠি পাঠানোর কথা মোদীকে। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এ নিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন। বহুদলীয় প্রতিনিধিদল দেশে ফেরার পরে যাতে সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়, তা নিয়ে কেন্দ্রের কাছে আর্জি জানান তিনি।
সাম্প্রতিক সংঘাত এবং তার পরবর্তী ঘটনাপরম্পরার বিষয়ে অন্য কারও আগে দেশবাসীর জানার অধিকার রয়েছে বলে মনে করেন মমতা। শুধু তৃণমূল শিবিরই নয়, সংসদের বিশেষ অধিবেশনের দাবিতে সরব হয়েছে কংগ্রেসও। সম্প্রতি বিদেশি সংবাদমাধ্যম ‘ব্লুমবার্গ টিভি’কে একটি সাক্ষাৎকার দেন দেশের সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান। সেনা সর্বাধিনায়কের ওই সাক্ষাৎকারের পরে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছে বলে মনে করছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, “সংসদের বিশেষ অধিবেশন ডাকা হলে, একমাত্র তখনই এই প্রশ্নগুলি করা যাবে।” মোদী সরকার দেশকে বিভ্রান্ত করেছে বলে অভিযোগ তুলেছেন তিনি।
আরও পড়ুন:
তবে বিরোধী শিবির থেকে বার বার বিশেষ অধিবেশনের দাবি তোলা হলেও, এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য করেনি কেন্দ্রীয় সরকার। বিশেষ অধিবেশন ডাকা হবে কি হবে না, তা স্পষ্ট না করেই সংসদের বাদল অধিবেশনের দিনক্ষণ ঘোষণা করে দিল কেন্দ্র। এই নিয়ে সমাজমাধ্যমে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তাঁর বক্তব্য, বিরোধীরা যে বিশেষ অধিবেশনের দাবি তুলছে, সেটি থেকে ‘পালানোর’ জন্যই বাদল অধিবেশন ঘোষণা করা হয়েছে। কংগ্রেস নেতার দাবি, সাধারণত অধিবেশন শুরুর কয়েক দিন আগে তা ঘোষণা করা হয়। এ বার তা ৪৭ দিন আগে ঘোষণা করে দেওয়া হয়েছে।