ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তির স্ত্রী সাংসদ সুধা মূর্তিকে ফোন করল সাইবার প্রতারকেরা। টেলিযোগাযোগ দফতরের কর্মীর পরিচয়ে রাজ্যসভার সাংসদ সুধাকে ফোন করেছিলেন প্রতারকেরা। সুধাকে বলা হয়, তাঁর মোবাইল নম্বরের সঙ্গে আধার নথি সংযুক্ত নেই। ঘটনাটি ঘটেছিল গত ৫ সেপ্টেম্বর। সোমবার সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা যায়, বেঙ্গালুরুর সাইবার থানায় এ বিষয়ে অভিযোগ জানিয়েছেন সাংসদ। ওই অভিযোগের প্রেক্ষিতে এফআইআর রুজু করে তদন্তও শুরু করেছে পুলিশ।
পুলিশের এফআইআর অনুসারে, গত ৫ সেপ্টেম্বর এক অচেনা নম্বর থেকে ফোন এসেছিল সুধার কাছে। মোবাইলের অপর প্রান্তে থাকা ব্যক্তি টেলিযোগাযোগ দফতরের কর্মী বলে নিজের পরিচয় দেন। এর পরে বিভিন্ন ভাবে সুধাকে প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা করেন ওই ব্যক্তি। প্রথমে সাংসদকে বলা হয়, তাঁর মোবাইলের সঙ্গে আধার নথি সংযুক্ত নেই। তার পরে বলা হয়, সুধার কিছু আপত্তিকর ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সেই কারণে তাঁর মোবাইল নম্বরের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে।
তবে ওই প্রতারকের ফোনের বিষয়ে বিস্তারিত কোনও তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ওই ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যে বেঙ্গালুরুর সাইবার থানায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সুধা। তাঁর অভিযোগের প্রেক্ষিতে এফআইআর রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত অভিযুক্তের নাগাল পাওয়া যায়নি।
আরও পড়ুন:
সাম্প্রতিক সময়ে সাইবার প্রতারকদের বাড়বাড়ন্তের বিষয়ে বিভিন্ন ভাবে সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা করছে পুলিশ। বিশেষ করে ‘ডিজিটাল গ্রেফতার’ করে প্রতারণার মতো ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। শুধু তা-ই নয়, চাকরির প্রলোভন দিয়ে, মোবাইল সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ভয় দেখিয়ে, নানা ভাবে প্রতারণার ফাঁদ পাতা হচ্ছে অনলাইনে। পুলিশের ধারাবাহিক সচেতনতা কর্মসূচির জেরে এই ঘটনাগুলির বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতাও বর্তমানে কিছুটা বৃদ্ধি পেয়েছে।