মদের দোকানে গিয়ে ধারে মদ চেয়েছিলেন পুলিশের এক হোমগার্ড। কিন্তু দোকানদার তাঁকে ফিরিয়ে দেন। সেই রাগে মদের দোকানই জ্বালিয়ে দিলেন ওই পুলিশকর্মী।
গত শনিবার উত্তরপ্রদেশের মেরঠে ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত পুলিশকর্মীকে গ্রেফতারও করা হয়েছে। ধৃতের নাম কপিল। পুলিশ জানিয়েছে, একটি বিদেশি মদের দোকানে গিয়ে ধারে মদ কিনতে চেয়েছিলেন অভিযুক্ত। দোকানদার তা দিতে চাননি। প্রত্যাখ্যাত হয়ে তখনকার মতো চলেও গিয়েছিলেন পুলিশকর্মী। কিন্তু কিছু ক্ষণ পর আবার তিনি ওই দোকানে যান। সেই সময় তাঁর হাতে পেট্রলের বোতল ছিল। কেউ কিছু বুঝে ওঠার আগেই কপিল দোকানের দরজার সামনে পেট্রল ছড়িয়ে তাতে আগুন ধরিয়ে দেন। মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলে ওঠে দোকান। পরে স্থানীয়েরা আগুন নেবান।
পুলিশ সুপার আয়ুষবিক্রম সিংহ বলেন, ‘‘দোকানদারের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়েছে। গ্রেফতারও হয়েছেন অভিযুক্ত। জিজ্ঞাসাবাদে অভিযোগ স্বীকার করেছেন উনি।’’