দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে ছেলে। তথাকথিত ‘ভাল নম্বর’ ঝুলিতে নেই, তবু ছেলের এই সাফল্য রীতিমতো উদ্যাপন করলেন গর্বিত বাবা, যিনি আবার নিজেই এক শিক্ষা আধিকারিক। সম্প্রতি উত্তরপ্রদেশের আলিগড়ে ঘটনাটি ঘটেছে। ছেলের পরীক্ষার ফল প্রকাশ হতেই উচ্ছ্বসিত হয়ে সমাজমাধ্যমে পোস্টও করেছেন ওই আধিকারিক।
গত মঙ্গলবার উত্তরপ্রদেশে দ্বাদশ শ্রেণির ফল প্রকাশের পর আলিগড়ের প্রাথমিক শিক্ষা আধিকারিক রাকেশ সিংহ নিজের এক্স হ্যান্ডলে অন্য অভিভাবকদের উদ্দেশে লেখেন, ‘‘আমার ছেলে ঋষি ৬০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে। ওকে অনেক অভিনন্দন এবং শুভকামনা জানাই।’’ পোস্টে ছেলের সঙ্গে কথোপকথনের একটি অংশও তুলে ধরেছেন রাকেশ। তিনি জানিয়েছেন, ফল প্রকাশের পরেই ছেলে বাবাকে প্রশ্ন করেছিল, এত কম নম্বর পাওয়ায় তিনি কি রেগে গিয়েছেন? উত্তরে রাকেশ নিজের স্কুলজীবন থেকে এত দিনের সমস্ত ফলাফল ছেলেকে দেখান। যাতে দেখা যায়, রাকেশ নিজেই মাধ্যমিকে ৭৫ শতাংশ, উচ্চ মাধ্যমিকে ৬০ শতাংশ এবং স্নাতক স্তরে ৫২ শতাংশ নম্বর পেয়েছেন! সে সব কথাও পোস্টে অকপটে ভাগ করে নিয়েছেন ওই শিক্ষা আধিকারিক।
রাকেশ লিখেছেন, ‘‘আমরা যে কোনও সময় যে কোনও জায়গা থেকে জীবনকে নতুন করে শুরু করতে পারি।’’ উল্লেখ্য, এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরের প্রবেশিকা পরীক্ষায় সাধারণ জ্ঞান বিষয়ে খুব কম নম্বর পেয়েছিলেন রাকেশ। অথচ সেই রাকেশই পরে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় অসাধারণ ফল করেন। ২০০০ সালে তাঁর ক্যাডারে প্রথম স্থানও অধিকার করেন। সে সব কথা পোস্টেই জানিয়েছেন রাকেশ। এর পরেই অভিভাবকদের কাছে সন্তানের উপর অতিরিক্ত চাপ না দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। সন্তানের স্বপ্নকে সম্মান দেওয়ার আবেদনও জানিয়েছেন। রাকেশের কথায়, ‘‘সাফল্যের নেপথ্যে এক মাত্র রহস্য হল কঠোর পরিশ্রম, যা জীবনের যে কোনও সময়েই শুরু করা সম্ভব।’’