কংগ্রেস ছাড়ার বছরখানেক পর এ বার মহারাষ্ট্র সরকারে সেই দলেরই শরিক শিবসেনায় যোগ দেবেন ঊর্মিলা মাতণ্ডকর। সোমবার আনুষ্ঠানিক ভাবে উদ্ধব ঠাকরের দলের সঙ্গে যুক্ত হবেন ঊর্মিলা।
বলিউড থেকে রাজনীতিতে পা রাখা ঊর্মিলার দলে যোগদান নিয়ে শিবসেনার তরফে বিশদে কিছু জানানো হয়নি। এ নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি ঊর্মিলাও। তবে কংগ্রেস ছাড়ার সময় তিনি জানিয়েছিলেন আম জনতার সেবায় নিজেকে নিয়োজিত করতে চান।
লোকসভা নির্বাচনের আগে গত মার্চে কংগ্রেসে যোগ দিয়েছিলেন ঊর্মিলা। দলে যোগদানের পরেই উত্তর মুম্বই লোকসভা কেন্দ্রে কংগ্রেসের তারকা প্রার্থী হিসেবে নির্বাচনেও লড়েছিলেন তিনি। তবে বিজেপি প্রার্থী গোপাল শেট্টির কাছে হেরে যান। এর পাঁচ মাস পরেই সেপ্টেম্বরে কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দল ছেড়েছিলেন ঊর্মিলা মাতণ্ডকর।